আসসালামু আলাইকুম
আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনি যেকোনো দেশের নাম্বারে কল করে ফ্রী তে কথা বলতে পারবেন।
এই ওয়েবসাইট টা ইউজ করলে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে বাট যাকে কল করবেন তার কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার কোনো ক্রেডিট আর্ন করা বা রেফার করে মিনিট আর্ন করা লাগছে না, সাইট টা সম্পুর্ন ফ্রী। আমি টেস্ট করে এটাই দেখলাম।
আর আননোন একটা নাম্বার থেকে কল যাবে সো নিজের নাম্বারটি এখানে গোপন থাকবে।
এখান থেকে শুধু ফ্রী কলই না বরং আপনি ফ্রী এসএমএস সেন্ড, ভিডিও কলিং, ফাইল শেয়ারিং এসবও করতে পারবেন তবে আমি শুধু ফ্রী কল টা টেস্ট করে দেখেছি।
সো চলুন এখন দেখে নেয়া যাক ওয়েবসাইট টা কিভাবে কাজ করে বা আপনি কিভাবে এই ওয়েবসাইট থেকে ফ্রী কল করতে পারেন।
সো কল করার জন্য প্রথমে এই ওয়েবসাইটটি ভিজিট করুন
এখন নিচের থেকে CALL বাটনে একটা ক্লিক করুন
এখন Enter Your Name ফাকা বক্সে আপনার নামটি লিখুন
এখন NEXT বাটনে একটা ক্লিক করুন, তারপর আপনি যেই নম্বারে কল করবেন সেই নাম্বারটি কোন কান্ট্রির সেটা সিলেক্ট করুন। আমি আমার নাম্বারেই কল করছি এইজন্যই বাংলাদেশ সিলেক্ট করছি।
এখন জাস্ট CALL বাটনে একটা প্রেস করুন, কিছু পারমিশন চাইতে পারে সেগুলো এলাও করে দিন। ব্যাস, এখন ওই নাম্বারে কল চলে যাবে এবং যখন সে কল টি রিসিভ করবে তখন আপনি কথা বলতে পারবেন।
দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্ত কল টা চলে আসছে।
ওয়েবসাইটটি যেকোনো সময় কাজ করা বন্ধ হয়ে যেতে পারে সো কাজ না করলে আজেবাজে কমেন্ট করে ডিমোটিভেট করবেন না। আপনারা হয়তো জানেন এইসব ওয়েবসাইট বেশিদিন টিকে না। আর হ্যা এখানে ডেইলি কল লিমিট আছে সো যখন কথা বলবেন তখনই কল করবেন। লিমিট টা টেস্ট করতে পারিনি পোস্ট করতে দেরি হয়ে যাবে এইজন্য।
আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ধন্যবাদ।
টিউটোরিয়াল সহ বিভিন্ন সিক্রেট ট্রিকস পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
The post যেকোনো দেশের যেকোনো নাম্বারে ফ্রী কল করুন। appeared first on Trickbd.com.


