পাইথন টার্টল কোড দিয়ে বানিয়ে ফেলুন Iron Man এর লোগো 🐢

আসসালামুয়ালাইকুম বন্ধুরা! কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন; আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে পাইথন টার্টল কোড দিয়ে Iron man এর লোগো বানানোর source code share করব এবং কিভাবে কি করবেন তাও দেখাব, তার জন্য আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে।

পাইথন টার্টল গ্রাফিক্স কোড নিয়ে আরো কিছু পোষ্ট –

পাইথন টার্টল কোড দিয়ে তৈরি করুন অসাধারণ একটি ডিজাইন 😍

ইমোজি তৈরি করুন পাইথন টার্টল কোড দিয়ে ।

অসাধারণ তিনটি পাইথন টার্টল গ্রাফিক্স কোড 😍

তাহলে চলুন শুরু করা যাক –

প্রথমে আপনি এই লিংকে ক্লিক করে PasteBin এ প্রবেশ করুন। তারপর কপি বাটনে ক্লিক করে Source Code গুলো কপি করে নেন –

পাইথন টার্টল গ্রাফিক্স কোড কপি করা হয়ে গেলে আপনার Pydroid3 অ্যাপে প্রবেশ করুন। তারপর কোড গুলো পেস্ট করে রান বাটনে ক্লিক করুন –

এবার দেখবেন Iron Man এর লোগো তৈরি শুরু হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যেই লোগো তৈরি কমপ্লিট হয়ে যাবে –

Iron Man এর লোগো তৈরি কমপ্লিট হওয়ার পর দেখতে এরকম লাগবে –

ব্যাস; আমাদের কাজ এখানেই শেষ

আজকের আর্টিকেলটি এতটুকুই;

আশাকরি আপনাদের ভালো লেগেছে । যদি কোনকিছু বুঝে না থাকেন তাহলে আমাকে ফেসবুক মেসেঞ্জারে  মেসেজ দিয়ে জানাতে পারেন। আর যদি Iron man এর লোগো বানাতে সক্ষম হোন কোন প্রকার ঝামেলা ছাড়া; তাহলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ…….

The post পাইথন টার্টল কোড দিয়ে বানিয়ে ফেলুন Iron Man এর লোগো 🐢 appeared first on Trickbd.com.

 পাইথন টার্টল কোড দিয়ে বানিয়ে ফেলুন Iron Man এর লোগো 🐢

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form