() সকনড রমভ করন ফইসবক পইজর partner monetization issues

Howdy ,

আজকে শিখাবো কিভাবে ফেইসবুক পেইজের partner monetization policies ঠিক করতে হয় ।

ফেইসবুকে partner monetization policies কেন আসে :

বিভিন্ন কারণে এই ইসু আচ্ছে পারে তার ভিতরে উল্লেখ যোগ্য কিছু হচ্ছে অন্যের content ব্যবহার করা,  অন্যের মিউজিক ব্যবহার করা , একই ভিডিও একাধিক লোক ছাড়া তা ছাড়া আরো অনেক ধরেন ইসুু রয়েছে । নিচের লিংক থেকে দেখে নিতে পারেন। partner monetization policies 

ফেইসবুক monetization policies কিভাবে রিমুভ করবো ?

আজকে যে ট্রিক দেখাবো সেটা নিয়ে হয়তো এখন পর্যন্ত কেউ লেখেনি , এই ট্রিক এর সাহায্য আমি ৫ টার অধিক monetization issue রিমুভ করছি । তো চলুন দেখে আশা যাক।

 

1) প্রথমে আমরা পিসি থাকলে সেখানে ফেইসবুক লগইন করবো । যাদের পিসি নাই তারা ফোন দিয়ে ভালো একটা ব্রাউজার দিয়ে web.Facebook.com এই লিংকে ডুকে লগইন করবেন যদি ডেসটপ মোড না আছে তাহলে ব্রাউজারের Desktop mood অন করে নিবেন।

২) প্রথমে আমরা পেইজে চলে যাবো

এখন আমরা পেইজের Meta business suite চলে যাবো ।

3)

এখন আমরা monetization চলে যাবো ।

4)

দেখতে পাচ্ছেন আমার পেইজে monetization issues রয়েছে ।

এখন আমরা branded content ক্লিক করবো ।

5)

এখন আমরা enable tag ক্লিক করবো ।

6)

এই রকম পপ আসলে আমরা confirm করে দিবো।

Confirm করার পর আমরা পেইজটাকে রিলোড দিবো ।

7)

এখন আমরা Overview যাবো এবং দেখতে পাচ্ছেন আমার monetization issues চলে গেছে।

এই ভাবে আপনি সকল ধরনের পেইজে কয়েক সেকেন্ডে monetization issues রিমুভ করতে পারবেন ।

যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটি দেখতে পারেন ।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ ।

Facebook

YouTube

 

The post (৩০) সেকেন্ড রিমুভ করুন ফেইসবুক পেইজের partner monetization issues। appeared first on Trickbd.com.

 (৩০) সেকেন্ড রিমুভ করুন ফেইসবুক পেইজের partner monetization issues।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form