AI ব্যাবহার করে আপনার ভিডিও এর জন্য ইউনিক অডিও বানান।

আসসালামু আলাইকুম।

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।

আজকে আমরা দেখবো কীভাবে ফ্রি AI ব্যাবহার করে গান বানানো যায়। একেবারে গান বললে ভুল হবে আমরা টিউন বানাবো। আপনারা অনেকেই কিছুদিন থেকে থেকে ফেসবুক বা ইউটিউবে AI দিয়ে বানানো গান বা টিউন শুনে আসছেন। আজ আমরা একটা ফ্রি AI টুল ব্যাবহার করে কিছু টিউন বানানোর চেষ্টা করবো।

প্রথমেই আমরা (

https://mubert.com/) এই ওয়েবসাইটটি ওপেন করবো। ওপেন করার পর আমরা এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবো।

এখন আমরা Generate a track now বাটনটিতে ক্লিক করবো। তারপর এই রকম একটি বক্স দেখতে পাবো।

এখানে আমরা যেই রকম অডিও বানাতে চাচ্ছি সেই অনুসারে প্রোম্পট লিখবো এবং নিচের বক্সে কত মিনিটের অডিও চাচ্ছি এটা লিখে দিবো।

তারপর Generate Track বাটনে ক্লিক করবো। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অডিও তৈরি হয়ে যাবে।
এখন আমরা আমাদের তৈরি করা অডিওটি ডাউনলোড করবো। সেজন্য উপরের ডান কোনার মেনু তে ক্লিক করবো

তারপর নিচের দিকে স্ক্রোল করলে My Downloads নামে একটা Option পাবো। এখানে ক্লিক করবো।

এবার আপনি যেই প্রম্পট দিয়ে অডিওটি বানিয়েছেন সেট টাইটেলে ফাইলটি দেখতে পাবেন। এখম টাইটেলের পাশে ডাউনলোড আইকোনে ক্লিক করবো। এখন আবাদের Youtube/FB/TikTok এগুলোর সাথে কানেক্ট করতে বলবে কিন্তু আমরা লিষ্টের নিচে Other অপশনে ক্লিক করব। তারপর নিচের বক্সে যেকোনো কিছু একটা লিখে Agree বাটনে ক্লিক করবো। তাহলেই আমাদের অডিওটি আমাদের লোকাল স্টরেজে ডাউনলোড হয়ে যাবে। আমি যেই অডিওটি তৈরি করলাম

এই অডিওটি আপনি আপনার Youtube বা Facrbook এর ভিডিওতে নির্ভয়ে ব্যাবহার করতে পারবেন।

আসা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।

আল্লাহ হাফেজ।

 

The post AI ব্যাবহার করে আপনার ভিডিও এর জন্য ইউনিক অডিও বানান। appeared first on Trickbd.com.

 AI ব্যাবহার করে আপনার ভিডিও এর জন্য ইউনিক অডিও বানান।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form