বাজেট ফ্রেন্ডলি সেরা ৭ স্মার্টওয়াচ

কেনার লিংক সহ ! কম বাজেটে ৭ টি সেরা স্মার্টওয়াচ
আজকে আর্টিকেলে আপনারা দেখবেন- 
  • সর্বনিম্ন প্রাইজের একটি স্মার্টওয়াচ।
  • স্মার্ট ওয়াচ উইথ এয়ার পোর্টস।
  • এবং যেকোনো পরিবেশে-টিকে থাকার স্মার্ট ওয়াচ সহ আরো কিছু বিশেষ ওয়াচ।

যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন! আর এই সকল স্মার্ট ওয়াচ আপনার নিত্যদিনের কাজ-কে আরও সহজ করে তুলবে।

Xiaomi KW66

আজকের আর্টিকেল শুরু করছি শাওমির পক্ষ থেকে আসা Kw66 স্মার্ট ওয়াচ দিয়ে। আপনারা যদি বড় বড় স্মার্টওয়াচ ব্যবহার করতে বিরক্ত বোধ করেন তাহলে কিনে নিতে পারেন Xiaomi KW66 এর মত ছোট্ট ট্রেডিশনাল স্লিম এবং লাইট ওয়েট স্মার্ট ওয়াচ কে।

এই স্মার্ট ওয়াচ টি দেখতে অনেকটাই ছোট মনে হলেও! এই ওয়াচের মধ্যে আপনি বেশ কিছু অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন।

যেমন আপনি এটির মাধ্যমে আপনার স্মার্ট ফোনকে ফুললি নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়াও এটিতে আমেজিং ফিচার্স হিসাবে 3D HD Curved স্ক্রিন ব্যবহার করা হয়েছে যা আপনার ওয়াচের ফেসকে আরো এট্রাক্টিভ বানাতে সাহায্য করবে।

এটিতে ফিটনেস ট্রাকার হিসেবে প্রায় ১৩ টি মুড দেখতে পারবেন! যেমন-

  • এস কিপিং মুড
  • রানিং মোড
  • সাইকেলিং মুড
  • স্পোর্টস ডেটা শেয়ার
  • কল রিমাইন্ডার সহ আরো কিছু স্মার্ট ফিচার দেখতে পাবেন এই ওয়াচটিতে।

আর আপনি চাইলে এই স্মার্টওয়াচ টি হাতে পড়ে সুইমিং ও করতে পারবেন। কারণ এটি আইপি-৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট।

আর এটি সবচাইতে বেস্ট ফিচার হলো যে এই স্মার্ট ওয়াচটিতে একবার ফুল চার্জ করলে মোটামুটি ৩০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রোভাইড করবে, যেটি সত্যি অবাক করার মত।

তো ভিউয়ার্স আপনারাও যদি মিডিয়াম প্রাইজ এর মধ্যে একটি দারুন স্মার্টওয়াচ কিনতে চান তাহলে এই Xiaomi KW66 স্মার্ট-ওয়াচটি কিনে নিতে পারেন।

আর এটির প্রাইস ২,৮৯৯ টাকা।

XINJI COBEE C1

আসলে এটি একটি স্পোর্টস ওয়াচ, যেটিকে ব্যবহার করে সব রকম স্পোর্টস মনিটরিং বা অ্যানালাইসিস করতে পারবেন।

আর এর কারণ হলো এটিতে মাল্টিপল স্পোর্টস মুড দেয়া হয়েছে-এছাড়াও ২৪ ঘন্টা হেলথ মনিটারিং, ফিটনেস ট্র্যাকিং, এন্ড ওয়াটার প্রুফ ফিচার দিয়ে তৈরি করা হয়েছে এই ওয়াচ কে।

  • ১.৬৯ ইঞ্চির বিগ সাইজ স্ক্রিন
  • ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি
  • এবং ২৫০ এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টওয়াচ এ!

যেটিতে একবার ফুল চার্জ করে মোটামুটি ৬ থেকে ৭ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

তো ভিউয়ার্স আপনারাও যদি মিডিয়াম প্রাইজ এর মধ্যে একটি স্মার্টওয়াচ নিতে চান-তাহলে এই স্মার্ট ওয়াচ টি একবার হলেও দেখতে পারেন।

আর এটির প্রাইজ ২,৫০০ টাকা।

T55 SMART WATCH & TWS

গাইস এবার চলে এসেছে এক ঢিলে দুই পাখি অর্থাৎ এই স্মার্টওয়াচটি কিনলে সাথে একটি PRO4 Earphone JL Chip মডেলের একটি এয়ারপোর্টস ফ্রি পেয়ে যাবেন।

দেখতে একটু মোটাতাজা এই ওয়াচটিতে প্রায় সব রকম ফিচার দেয়া হয়েছে যেমন-

  • ফোন কল রিসিভ
  • হার্টবিট মনিটরিং
  • ব্লাড প্রেসার
  • ক্যালরি ব্রান , সহ আরো বিভিন্ন ধরনের ফিটনেস অপশন পেয়ে যাবেন।

১.৫৪ ইঞ্চি ডিসপ্লে, তিনদিন ব্যাটারি ব্যাকআপ , এবং মিউজিক কন্ট্রোলসহ প্রায় এতগুলো ফিচারস পেয়ে যাবেন যা একটা পোস্টে কভার করা সম্ভব না। এছাড়াও এই স্মার্ট ওয়াচ এর সাথে দুইটা আকর্ষণীয় স্টেপ এবং এবং এয়ারপোর্টস তো থাকছেই।

আর এটির প্রাইজ ১৫০০ টাকা!

SKMEI CAR WHEEL WATCH

গাইস এবার চলে এসেছে বর্তমানে ট্রেনিং এ থাকা ভাইরাল ওয়াচ! আসলে বেশ কিছুদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম , টিকটক, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ঘড়িটি একটু বেশিই চোখে পড়ছে আর সেটি হয়তো বা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন।

তো যাই হোক আপনিও যদি এই স্মার্টওয়াচ টি কিনে নিতে চান- তাহলে নিচে কেনার লিংক থাকবে সেখান থেকে কিনে নিতে পারেন।

এই স্মার্টওয়াচের বিশেষ ফিচার হচ্ছে- এটির মাঝখানের পুরো অংশটি রুটেড করে যা দেখতে বেশি ইউনিক এবং আকর্ষণীয় লাগে।

আর সুইমিংপ্রেমীদের জন্যও কোন প্যারা নাই কারণ এটিও ওয়াটারপ্রুফ! এই ওয়াচটিকে মাল্টি কালার এবং বিভিন্ন ডিজাইনে পেয়ে যাবেন।

আর এটির প্রাইজ ১৭০০ টাকা।

 

MiBRO X1

 

MiBRO X1

অ্যামুলেট এইচডি স্ক্রিন, ৩৮ টি স্পোর্টস মুড, এবং ২৪/৭ ডে হেলথ মনিটরিং ফিচারস পেয়ে যাবেন এই স্মার্টওয়াচে।

হার্টবিট মনিটরিং, ওয়াটার রেজিস্ট্যান্ট সহ আরো কিছু স্পোর্টস অ্যানালাইস দেখতে পারবেন এটিতে। ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি মেটাল এবং সিলিকন দিয়ে তৈরি এই স্মার্ট ওয়াচ এ ম্যাগনেটিক চার্জার ব্যবহার করা হয়েছে, যেদিকে ব্যবহার করে ৪ ঘন্টার মত ফুল চার্জ করতে পারবেন।

আর এই ওয়াচটির সবচাইতে বিশেষ ফিচারস হচ্ছে যে এটি প্রায় ৬০ দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম,যা সত্যি অবিশ্বাস্য!  আপনারাও যদি একটি মানসম্মত স্মার্ট ওয়াচ নিতে চান তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন।

এটির প্রাইজ ৪,২৪৯ টাকা।

Y68 SMART WACH

আমাদের মধ্যে অনেকে আছেন যারা খুবই কম প্রাইজের মধ্যে স্মার্টওয়াচ কিনতে পছন্দ করেন! তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে একটি ভালো মানের স্মার্ট ওয়াচ খুঁজছেন Y68 স্মার্ট ওয়াচ কে কিনে নিতে পারেন।

আর এর কারণ হলো এই ওয়াচটি একটা এডভান্স ওয়াচের মত প্রায় সব ধরনের স্মার্ট ফিচার দেওয়া হয়েছে।

যেমন স্মার্ট সেন্সর- যাকে ব্যবহার করে ,হার্টবিট মনিটরিং, ব্লাড প্রেসার, স্লিপ মনিটরিং সহ আরো অনেকগুলো এক্টিভিটি কে চেক করতে পারবেন।

এছাড়াও একটি চমৎকার ব্যাপার হল এটি ওয়াটার প্রুফ তাই চাইলে আপনি পানিতেও ব্যবহার করতে পারবেন, আর এই ওয়াচকে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে সব রকম এনালাইসিস সহ,

  • ক্যামেরা কন্ট্রোল
  • মেসেজ রিমাইন্ডার
  • সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন সহ প্রায় সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়াও এই ওয়াচে আরো কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়েছে যেগুলোকে ব্যবহার করে আপনার ডেইলি লাইফ কে আরো সহজ এবং সুন্দর করতে পারবেন।

এটির প্রাইজ মাত্র ৪১৯ টাকা।

KOSPET TANK WATCH

এই ওয়াচটি যে কোন পরিবেশে টিকে থাকতে সক্ষম অর্থাৎ এটি, হিট প্রুফ, সক প্রুফ, ড্রিল প্রুফ, সহ নাজানি কত কিছু প্রুফ।

এক কথায় বলতে গেলে এই ঘড়ি যে কোন পরিবেশে টিকে থাকতে সক্ষম! এছাড়াও এই ঘড়িতে ২৪ টি স্পোর্টস মুড দেওয়া হয়েছে, যেগুলোকে বিভিন্ন স্পোর্টস পারপাসে ব্যবহার করতে পারবেন।

এটিতে পাওয়ার ব্যাকআপ হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮০ মিলি এম্পিয়ার ব্যাটারি, যেটিকে একবার ফুল চার্জ করলে মোটামুটি ১৫ দিন ব্যবহার করা যাবে।

১.৭২ ইঞ্চির আইপিএস ডিসপ্লের সাথে এটির বডি কে তৈরি করা হয়েছে – মিলিটারি মেটেরিয়ালস দিয়ে, এতে করে এই স্মার্ট ওয়াচ যে কোন সিচুয়েশনে নিশ্চিন্তে সার্ভাইভ করতে পারবে।

তো ভিউয়ার্স আপনি যদি একটি মারদাঙ্গা স্মার্টওয়াচ কিনে নিতে চান তাহলে এটি নিশ্চিন্তে কিনে নিতে পারেন এটি আপনার জন্য বেস্ট হবে।

এটির প্রাইজ ৫,১৫০ টাকা।

লিস্টে থাকা প্রত্যেকটি স্মার্ট ওয়াচ গুলো কিনতে পারবেন বাংলাদেশ থেকেই ! এবং আপনি দারাজ থেকেই এগুলো পার্সেস করতে পারবেন। এগুলো পার্সেস করার জন্য জাস্ট আপনি দারাজ এ গিয়ে আপনার যেই স্মার্ট ওয়াচ টি পছন্দ সেটি লিখে সার্চ করুন। তাহলেই পেয়ে যাবেন ধন্যবাদ।

সো পাঠক, আজকের পোস্টটি এ পর্যন্তই আশা করছি এই পোস্টটি আপনাদের যথেষ্ট পরিমাণ ইন্টারেস্টিং লেগেছে। তো কথা হবে আরো একটি নতুন ইন্টারেস্টিং পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ।

আরো পড়ুন:-
মাত্র ১০৯৯ টাকায় ১০০০ জিবি ইন্টারনেট? কিভাবে কিনবেন?

The post বাজেট ফ্রেন্ডলি সেরা ৭ স্মার্টওয়াচ appeared first on Trickbd.com.

 বাজেট ফ্রেন্ডলি সেরা ৭ স্মার্টওয়াচ

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form