হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা Redmi এর K সিরিজের একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো Redmi K50i। আমরা Redmi K50i এর স্পেসিফিকেশন দেখে আসি –
- প্রসেসর – MediaTek Dimensity 8100 (5 nm)
- ডিসপ্লে – FFS IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
- র্যাম – ৬/৮ জিবি
- রম- ১২৮/২৫৬ জিবি
- প্রাইমারী ক্যামেরা – ৬৪+৮+২ মেগাপিক্সেল
- সেকেন্ডারি ক্যামেরা – ১৬ মেগাপিক্সেল
- ব্যাটারি – ৫০৮০ এম্পিয়ার (৬৭ ওয়াট চার্জিং )
ডিসপ্লে-
এই মোবাইলটিতে রয়েছে ৬.৬ ইঞ্চি সাইজের FFS IPS LCD ডিসপ্লে। যার মধ্যে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে আছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট । ৬৫০ নিটস HBM ব্রাইটনেস থাকার কারনে সরাসরি সূর্যের আলোর নিচে চালাতেও কোন সমস্যা হয় না। প্রোটেকশন হিসেবে রয়েছে করনিং গরিলা গ্লাস ৫
ক্যামেরা-
এই মোবাইলের পিছনে ৩টি ক্যামেরা রয়েছে । ৬৪ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল এর আলট্রাওাইড ও ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা । মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কোন কিছু খুব সহজেই ফোকাস করে এবং খুব সুন্দর কালার দিয়ে থাকে। পোট্রেইট মোড দিয়েও খুব ভালো ছবি দিতে পারে । মাঝে মাঝে অতিরিক্ত লাল কালার দিয়ে থাকে ।
মোবাইল টিতে ১৬ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে । সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি দিতে পারে । তবে ফেস অনেক সাদা করে দেয় । আবার মাজে মাজে কিছুটা অতিরিক্ত কালার দিয়ে থাকে ।
ব্যাটারি-
মোবাইলটিতে ৫০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে । সাথে ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে । ৩৫ মিনিটের মধ্যে মোবাইলটি সম্পূর্ণ চার্জ হয়ে যায় । বেসিক ইউজ করলে ১ দিন এর বেশি ব্যাকআপ পাওয়া যায় । আর রাফ ইউজে ৫ ঘণ্টা স্ক্রীন অন টাইম পাওয়া যায় ।
পারফরম্যান্স-
মোবাইল টিতে MediaTek Dimensity 8100 (5 nm) প্রসেসর হিসেবে রয়েছে । আর জিপিইউ হিসাবে রয়েছে Mali-G610 । Pubg গেমস খুব ভালোভাবেই খেলা যায় । অতিরিক্ত সময় খেলার পর মোবাইলটি যখন হালকা গরম হয় শুধু তখনই একটু লেগ করে । এছাড়া COD এর মতো গেম গুলো কোন প্রকার লেগ ছাড়াই খেলা যায় । Freefire গেম টিও কোন সমস্যা ছাড়াই অতিরিক্ত সময় খেলা যায় ।
এই মোবাইল টি ২০২২ সালে লঞ্চ করা হয় । ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এর ভেরিয়েন্ট টি ৩০ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । সত্যি বলতে এখন এই মোবাইল এর দাম এই স্পেসিফিকেশন হিসেবে বেশিই হয়ে যায় অনেকটা ।ফিঙ্গারপ্রিন্ট এ একটু সমস্যা রয়েছে। মাঝে মাঝে আনলক করতে একটু দেরি হয় । আর ওএস থাকলে আরও ভালো ভাবে ভিডিও করা যেতো । মোবাইলটির ডিসপ্লে খুব ভালো । গেম খেলে ও মুভি দেখে ভালো অভিজ্ঞতা হয় । আশা করি আপনারা মোবাইলটি সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে গিয়েছেন । যদি অন্য কোন ফোনের রিভিউ দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করতে পারেন ।
The post Redmi K50i – বাংলা রিভিউ appeared first on Trickbd.com.