সৈনিকের RANK বা পদোন্নতির জন্য কি কি যোগ্যতা , ট্রেনিং, ও সময় কতদিন লাগে ?

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে এইচ এস সি বা ইন্টারমিডিয়েট – শেষে সৈনিক পদে অনেক প্রার্থী চাকরি পেয়ে থাকে –
চাকরি পাওয়ার পর এসকল প্রার্থীদের হয়ত একটি প্রশ্ন থাকে – যদি পড়াশোনা অনার্স পর্যন্ত শেষ করা যায় তাহলে কি আমি পদোন্নতি পাবো ? নাকি পাবো না পেলেও তা কিভাবে ? কি প্রসেসে পেতে হবে –

 

উক্ত বিষয় টি যদি জানতে চান তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য – তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।

প্রথমেই জানা উচিত যে – সৈনিক পদ থেকে পরবর্তী ধাপে পদোন্নতির জন্য সর্বনিম্ন ইন্টারমিডিয়েট কমপ্লিট আবশ্যক ।
এখন প্রশ্ন হলও – অনার্স শেষ করে সৈনিক পদের থেকে পদোন্নতি কিভাবে সম্ভব ? যাই হোক –

মূল উত্তরে আসা যাক -সর্বপ্রথম একজন সৈনিকের চাকরির বয়স-সীমা ৭ বছর এর বেশি হতে হবে।
এরপর আর্মস কোরের বাহিনীর জন্য আর্মস কমান্ডো এবং সার্ভিস কোরের জন্য সার্ভিস কমান্ডো ট্রেনিং সম্পূর্ণ করতে হবে ।
এরপর BMR বা (Basic Map Reading) এর একটি সম্পূর্ণ কোর্স শেষ করে তাতে যথাযথ ভাবে উত্তীর্ণ হতে হবে ।

সৈনিক পদ থেকে পরবর্তী ধাপে পদোন্নতির জন্য সেনাবাহিনীর কর্তৃক ২ দিন ব্যাপী – ৩ টি ধাপে পরীক্ষা হয়ে থাকে এবং উক্ত পরীক্ষায় যথাযথ ভাবে উত্তীর্ণ হতে হয় ।

প্রথম ধাপ IPFT বা (Individual Physical Fitness Test) এই ধাপে ২ দিন ব্যাপী বিভিন্ন প্রকার কার্যক্রম হয়ে থাকে,

  • প্রথম দিনের কার্যক্রম –
    ১.৬ কিমি দৌর ৭ মিনিটে
    পুষ আপ ৪০ টি ২ মিনিটে
    রিচ আপ ৪৫ টি ২ মিনিটে
    এবং ভীম – ৬ টি

 

  • ২য় দিনের কার্যক্রমে – ১ম ধাপের কার্যক্রম গুলো হল –
    ৩.৬ কি মি দৌর ( স্কেল বি সহ )
    হরিজান্টাল এন্ড ভার্টিক্যাল রোপ
    6 ফিট ওয়াল পার হওয়া
    ফায়ার ম্যান লিফট

 

  • ২য় দিনের কার্যক্রমে – দ্বিতীয় ধাপে
    PE (Promotional Exams) দিতে হবে । যা সেনাবাহিনীর কারিকুলাম বা সিলেবাস অনুযায়ী হয়ে থাকে।

এবং – ২য় দিনের কার্যক্রমে – ৩য় ধাপে – RET বা (Range Efficiency Test) অথবা জাকে – ফায়ারিং টেস্ট পরীক্ষা দিতে হবে ।
যেখানে – ১০০ মিটার দূরের লক্ষ্যবস্তুকে 10 ইঞ্চির মধ্যে পাঁচটি বুলেটকে আঘাত করতে হবে ।
অর্থাৎ ১০০ মিটার দূরের একটি নির্দিষ্ট বস্তুকে ৫ টি বুলেট দিয়ে ফায়ার করতে হবে এবং প্রতিটি বুলেট জেনো লক্ষ্যবস্তু থেকে 10 ইঞ্চির মধ্যে হয়ে থাকে ।

উল্লেখিত সকল পরীক্ষায় কৃতকাজ হলে – পরবর্তী ধাপে একজন সৈনিক পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
তবে মনে রাখতে হবে পদোন্নতি শুধুমাত্র vacancy থাকলে ই হবে । vacancy না থাকলে অপেক্ষা করতে হবে পরবর্তী vacancy না হওয়া পর্যন্ত ।
সেক্ষেত্রে সরাসরি বললে – একজন সৈনিকের প্রথম পদোন্নতি বা RANK পেতে পেতে প্রায় ৮ বছর বা তার বেশি সময় ও লেগে যেতে পারে ।

উল্লেখিত এই যে – একজন সৈনিক অনার্স পাশ না করা পর্যন্ত সে সার্জেন্ট এবং এর পরের RANK গুলোতে পদোন্নতি পাবে না ।
সার্জেন্ট এবং এরপর জেসিও হতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রী সম্পূর্ণ করতে হবে ।

আই হোপ আজকের বিষয় টি নবীন ও প্রবীণ সকল সৈনিক ও প্রার্থীর জন্য উপকারে আসবে – ভিডিও টি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য একটি কমেন্ট করে দিবেন ।

এবং এরপর কি বিষয় জানতে চান তা আমাকে জানান । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফে-য ।

আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ।

আমাদের সিক্রেট টেলিগ্রাম – জয়েন করুন

আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।



THANKS FOR YOUR VISIT & WITH LOVE ❤

#CareerMessage #BangladeshArmy_Navy_Airforce #BangladeshArmedForces #MilitaryForces #DefenseAcademy #GovtJobBangladesh #BdDefenseJobCircular #BDJob #Trickbd

 

The post সৈনিকের RANK বা পদোন্নতির জন্য কি কি যোগ্যতা , ট্রেনিং, ও সময় কতদিন লাগে ? appeared first on Trickbd.com.

 সৈনিকের RANK বা পদোন্নতির জন্য কি কি যোগ্যতা , ট্রেনিং, ও সময় কতদিন লাগে ?

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form