UEFA চ্যাম্পিয়নস লিগের সিজনজুড়ে পেপসি কিনলেই পাচ্ছেন বোতলের ক্যাপের নিচে একটি ইউনিক কোড। ন্যূনতম ৫০ টাকা বিকাশ পেমেন্টের সময় এই ইউনিক কোডটি দিলেই আপনি পাচ্ছেন ১০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি মিস যেন না হয়!
UCL ফাইনাল দেখার এক্সপেরিয়েন্স এবং স্মার্টফোন জেতার সুযোগ নিয়ে বিস্তারিত জানতে ট্যাপ করুন https://www.pepsibdpromo.com/
অফারের মেয়াদ
৫ মার্চ থেকে ৪ মে ২০২৩ পর্যন্ত
অফারের বিস্তারিত
- গ্রাহকেরা নির্দিষ্ট পেপসি’র বোতল কিনে ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি যেকোনো বিকাশ পেমেন্টের সময় রেফারেন্সে অ্যাড করলেই পাচ্ছেন ১০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
- অফার চলাকালে ২৫০ মিলি, ৪০০ মিলি, ৫০০ মিলি এবং ৬০০ মিলি পরিমাণ পেপসি’র বোতলে থাকছে ৫ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
- এছাড়া, ১০০০ মিলি এবং ২০০০ মিলি পেপসি’র বোতলে পাচ্ছেন ১০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
- ন্যূনতম ৫০ টাকা বিকাশ পেমেন্টের ক্ষেত্রে কোডটি অ্যাড করে ক্যাশব্যাক অফারটি উপভোগ করা যাবে।
- ক্যাশব্যাক পেতে গ্রাহককে পেপসি বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি ‘পেমেন্ট’ অপশনের ‘রেফারেন্স’ ফিল্ডে ইনপুট দিতে হবে।
- অফার চলাকালীন একজন বিকাশ গ্রাহক প্রতিদিন একবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
- অফার চলাকালীন সর্বোচ্চ ৩ বার ক্যাশব্যাক অফারটি উপভোগ করা যাবে।
- সফলভাবে পেমেন্ট সম্পন্ন হওয়ার ২ কার্যদিবসের মধ্যে গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে।
যেভাবে পেমেন্ট করে Cashback নিবেনঃ
1. পেমেন্ট অপশনে ক্লিক করুন
2. PEPSI এর ক্যাপ থেকে পাওয়া কোডটি রেফারেন্স হিসেবে ইউজ করুন এবং পেমেন্ট করুন
বিঃ দ্রঃ শুধুমাত্র Bkash Merchent কে পেমেন্টের ক্ষেত্রে পাবেন, Send Money করলে পাবেন না
শর্তাবলি
- বিকাশ অ্যাপ অথবা *247# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।
- ইনকামিং লেনদেন ও একাউন্ট স্ট্যাটাস সচল থাকা এবং সফলভাবে লেনদেন সম্পন্ন হওয়া সাপেক্ষে যেকোনো গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য বিবেচিত হবেন। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সংক্রান্ত ইস্যুর কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে গ্রাহক এই অফারের জন্য বিবেচিত হবেন না।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ২ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
- ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- এই অফার চলাকালীন সময়ে উক্ত মার্চেন্টের মাধ্যমে পরিচালিত অন্য কোনো ক্যাম্পেইনের জন্য বিকাশ দায়ী নয়।
- যদি ইউনিক কোডটি রেফারেন্স ফিল্ডে দেওয়া কোডের সাথে হুবহু মিলে যায়, তাহলে গ্রাহক ক্যাশব্যাকের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। যদি ইউনিক কোডের সাথে পেমেন্টের রেফারেন্স ফিল্ডে অন্য কোনো স্ট্রিং, হোয়াইটস্পেস, সংখ্যা, বিশেষ অক্ষর, ইত্যাদি থাকে তাহলে গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য যোগ্য হবেন না।
- প্রতিটি কোড একবারই ব্যবহারের উপযুক্ত হবে এবং এরপর আর কোনো লেনেদেনের জন্য ব্যবহার করা যাবে না।
The post বিকাশ পেমেন্টে পেপসি কোড দিলেই পাচ্ছেন ১০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক! appeared first on Trickbd.com.