আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে
জিমেইল এর ব্যাবহার আমরা বলতে গেলে প্রায় সবাই করে থাকি। ব্যাক্তিগত মেইল সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জিমেইল এর ব্যাবহার অনেক হয়।
প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার এর সময় জিমেইল একাউন্ট খুলতে হয় বা লগ ইন করতে হয়, যাতে সব কিছুতে অ্যাকসেস পাওয়া দ্রুত হয়। সেই জন্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়।
কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এক এর অধিক ব্যাবহার করে ফেলি জিমেইল। যা অনেক ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় আমাদের কাছে।
অনেকেই জানেন না কিভাবে অদরকারি অ্যাড করা জিমেইল কে রিমুভ করতে হয় মোবাইল ফোন থেকে। আজকের পোস্ট অনুযায়ী সেই সব কিছু জানানো হবে।
প্রথমেই আপনি আপনার ফোন থেকে জিমেইল অ্যাপ ওপেন করুন।
এইবার এইখানে ক্লিক করুন।
নিচে থেকে সেটিং আইকন আছে সেইখানে ক্লিক করুন।
এইবার থ্রি ডট আইকোণে ক্লিক করুন।
Manage acount লিখা আছে সেটাই ক্লিক করুন।
যেই জিমেইল আপনি রিমুভ করতে চান সেইটাই ক্লিক করুন।
Remove account লিখাতে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ আপনার ফোন থেকে অতিরিক্ত অ্যাড করা জিমেইল রিমুভ হয়ে যাবে ।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন
The post ফোন থেকে অতিরিক্ত জিমেইল একাউন্ট সরাবেন যেভাবে জেনে নিন!! appeared first on Trickbd.com.