করো নাম্বার দিয়ে খুঁজে বের করুন তার নাম এবং Gmail। সাথে নিয়ে নিন TrueCaller প্রিমিয়াম একদম ফ্রি তেই।


আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ তায়ালা এই রমজান মাসে সবার গুনাহ মাফ করে দেন এবং মনের বাসনা পূরণ করে দেন। আমিন

এমন অনেক সময় এমন পরিস্থিতি হয় যে অচেনা কোনো নাম্বার থেকে কল করে ডিস্টার্ব করা হয়। অথবা ঝামেলা করা হয়। এমন অবস্থায় ওপর পাশের লোকটি কে বা কারা তা জানা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কোনো দোষ ব্যাতিত পুলিশ ঝামেলা ও করা যায় না। এমন কাজের জন্য আমরা ওপর পাশের মানুষটির নাম, Gmail, Address, ছবি (যদি সে দিয়ে রাখে)  বের করার জন্য TrueCaller নামের একটি Application ব্যাবহার করবো।

পুরো পৃথিবী তে Truecaller এর ব্যাবহারকারী মাসে ৫০০ মিলিয়ন এর উর্দ্ধে চলে গেছে। প্রতিদিন এটি ১৫০ মিলিয়ন এর বেশি ব্যাবহার করা হয়।

তো আসল কথায় আসা যাক। ১মই আপনাকে Truecaller apk টি ডাউনলোড করা ইনস্টল করে নিতে হবে। Playstore এ এটি রয়েছে। 

কিন্তু আমি আপনাদের এর প্রিমিয়াম ভার্সন টি ফ্রি তে দিছি। কোনো টাকা দিয়ে কেনা লাগবে না। এর ফলে ফ্রী তে সব ধরনের ফিচার ব্যাবহার করতে পারবেন।

Trucaller Premium অ্যাপস ইউজ এর ফলে আপনি যা যা পাবেন

  • Advanced Spam Blocking : প্রিমিয়াম ভার্সনে আপনি স্প্যাম কল ব্লক করে রাখতে পারবেন। কিন্তু যেগুলো নাম্বার থেকে স্পাম কল হয় সেগুলো Auto Trucaller আপনাকে রেড এলার্ট করে জানিয়ে দিবে এটি spam call ।
  • No Ads: একদম ads মুক্ত উপভোগ করতে পারবেন।
  • Who Viewed My Profile: আপনার নাম্বার কে সার্চ করছে এবং আপনার নাম্বার তার ডায়াল pad এ রেখেছে তার নাম আপনি জানতে পারবেন।

উপরোক্ত ফিচার গুলো প্রিমিয়াম ভার্সন এ পেয়ে যাবেন।

এবার আমার দেখি কিভাবে নাম্বারের সাহায্যে করো নাম এবং অন্যান্য ডিটেলস বের করবো।

আপনি যেই নাম্বার টি খুঁজতে চান সেই নাম্বার টি কপি করে করে Trucaller অ্যাপস এ প্রবেশ করুন।

আমি একটি নাম্বার দেখাচ্ছি

দেখুন নাম্বার সার্চ করতে তার নাম্বার, নাম এবং ছবি show করতেছে।

এভাবে কম বেশি অনেকের নাম জানা সম্ভব।

আজ এই পর্যন্তই। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

 

কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান অথবা আমার  ফেসবুকে আইডি তে knock করুন।

The post করো নাম্বার দিয়ে খুঁজে বের করুন তার নাম এবং Gmail। সাথে নিয়ে নিন TrueCaller প্রিমিয়াম একদম ফ্রি তেই। appeared first on Trickbd.com.

 করো নাম্বার দিয়ে খুঁজে বের করুন তার নাম এবং Gmail। সাথে নিয়ে নিন TrueCaller প্রিমিয়াম একদম ফ্রি তেই।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form