[Root] আপনার ফোনের ফ্যাকাসে ডিসপ্লেতে Amoled ডিসপ্লের স্বাদ নিন Saturation বাড়িয়ে।

আসসালামু আলাইকুম
ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা আপনার ফোনের ডিসপ্লেতে আরো সুন্দর আউটপুট পাবেন।

আমরা সাধারণত যারা মধ্যম বা কমদামি ফোন গুলো ব্যবহার করি, আমাদের ফোনের ডিসপ্লেগুলো মূলতো LCD প্যানেল হয়ে থাকে যার ফলে আমরা অতোটা চকচকে কালার আউটপুট পাইনা যেমনটা Amoled বা Oled প্যানেল থেকে পাওয়া যায়।

তবে হ্যা আপনার ফোনটি রুটেড হলে অবশ্যই এর একটা সমাধান আছে। একটু হলেও ডিসপ্লের রং গুলোকে উন্নত করতে পারবেন এবং গেমিং,স্ট্রিমিং এ আগের চেয়ে ভালো ডিস্প্লে কালার পাবেন।

এর জন্য আমরা একটা অ্যাপ ব্যবহার করবো যার সাহায্যে ডিসপ্লের Saturation দুইগুণ পর্যন্ত বাড়াতে পারবেন, তবে আমি বলবো ১.২- ১.৫ এর মধ্যে রাখবেন তাহলে খুব সুন্দর একটা আউটপুট পাবেন। বিশেষ করে যারা ফোনের ডিসপ্লে চেঞ্জ করেছেন তাদের ক্ষেত্রে এটা বেশ কাজে দিবে কেননা ডুপ্লিকেট ডিসপ্লেগুলো একদম ফ্যাকাসে হয়ে থাকে।

তো আমরা যেই অ্যাপটির সাহায্যে এটি করে থাকবো তার নাম হচ্ছে: Sa2ration

অ্যাপটির ইন্টারফেজ একদম সহজ নিচের স্ক্রিনশট এর মতো। জাস্ট ওপেন করে রুট পারমিশন দিয়ে নিজের ইচ্ছেমতো Saturation কমবেশি করে সেভ এ ক্লিক করে বের হয়ে আসবেন।ডাউনলোড লিংক নিচে।

Click Here to download Sa2ration APK

আল্লাহ হাফিজ।
-Ahmad Tajnur Habib
প্রয়োজনে টেলিগ্রামে নক করুন : টেলিগ্রামে আমি

The post [Root] আপনার ফোনের ফ্যাকাসে ডিসপ্লেতে Amoled ডিসপ্লের স্বাদ নিন Saturation বাড়িয়ে। appeared first on Trickbd.com.

 [Root] আপনার ফোনের ফ্যাকাসে ডিসপ্লেতে Amoled ডিসপ্লের স্বাদ নিন Saturation বাড়িয়ে।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form