নতুন নিয়মে FB Username Change করুন কোন ঝামেলা ছাড়াই ( FB Tricks)

প্রিয় ট্রিকবিডি ভিজিটর আশা করি ভালো আছেন।
আজকের টিউটোরিয়াল এ আপনাকে স্বাগত জানাচ্ছি।

Facebook Username নাম পরিবর্তন করার নতুন নিয়ম নিয়ে জানানোর জন্য আজকের টিউটোরিয়াল। 

যারা জানেন অনুগ্রহ করে এড়িয়ে যান। 

সম্প্রতি দেখা যাচ্ছে Messenger দিয়ে Username পরিবর্তন করতে গেলে Something Wrong & Error লিখা আসতেছে এতে অনেকেই দুঃশ্চিন্তায় পড়েছেন। আমি নিজেও এটা নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি, পরে নতুন নিয়মটা জেনে দেখলাম খুব সহজেই Username পরিবর্তন করা যায়। তাই আপনাদের জন্য শেয়ার করলাম নতুন নিয়মটি। 

নতুন নিয়মে FB Username Change করার জন্য আমাদের Browser ব্যবহার করতে হবে। 

তাই নিচের যেকোনো ১টা ব্রাউজার ডাউনলোড করে নিন। 

New Method of FB Username Changing :

চলুন এবার কাজ শুরু করা যাক। 

সর্বপ্রথম Chrome Browser বা যেকোনো ১টা ব্রাউজারে গিয়ে Fb ID তে লগইন করে নিন। 

Login করা হয়ে গেলে এবার আমরা কাজ শুরু করবো, তার জন্য প্রথমেই Browser এর Desktop Mode চালু করে নিবো। 

Desktop MoDE চালু করার জন্য Chrome Browser এর Three Dot এ ক্লিক করুন এবং নিচে মেনুতে গিয়ে Desktop এ ক্লিক করুন বেশ।

এবার এই লিংকে ক্লিক করুন বা লিংকটি কপি করে ডেস্কটপ মোডে ভিজিট করুন অথবা  web.facebook.com এ গিয়ে কর্ণারে Profile এ ক্লিক করুন

এবার Setting এ ক্লিক করে নিন 

এবার দেখুন Username পরিবর্তন করার অপশন চলে আসছে, এখন সেখান থেকে Username Edit এ ক্লিক করে নতুন Username দিয়ে Password দিয়ে Save এ ক্লিক করুন। 

এবার Username দিন এবং Available কিনা দেখুন। 

এবার Password দিয়ে Save করে নিন। 

বেশ এভাবেই আমরা নতুন নিয়মে FB Username পরিবর্তন করতে পারবো। কেন সমস্যা ছাড়াই Username পরিবর্তন করা যাবে Browser দিয়ে। 

লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে Priyoforum.com

Author : TAHER

The post নতুন নিয়মে FB Username Change করুন কোন ঝামেলা ছাড়াই ( FB Tricks) appeared first on Trickbd.com.

 নতুন নিয়মে FB Username Change করুন কোন ঝামেলা ছাড়াই ( FB Tricks)

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form