পিত্তনালীতে ক্যান্সার কিভাবে বুঝবেন!! জেনে নিন

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

মানুষ এর জীবন বড়ই বিচিত্র, কখন কি রোগ এসে বাসা বাঁধে সেটা বলা যায় না,

অনেকেই আছেন যে ক্যান্সার বা রোগ শুনলেই ভয় পেয়ে যান,, যদি আপনার মরণ ব্যাধি হয় তবুও যদি সঠিক সময় সিদ্ধান্ত নেন মুক্ত থাকা সম্ভব।

তবে বাংলাদেশের মানুষ অসচেতন,তারা সঠিক সময় নিজেদের চিকিৎসা করেন না, ভুল সময় এসে চিকিৎসা এর জন্য ছুটে যান।

আজকে জানাবো পিত্তনালি তে ক্যান্সার সম্পর্কে,,

মূলত এই রোগ টা হলে প্রথম প্রথম জন্ডিস মন করে মানুষ ভুল ভেবে বসেন। কিন্তু যখন শেষ সময়ে রোগ টা ধরা পড়ে তখন করার কিছু থাকে না।

চিকিৎসকরা বলেন এই সময় পিত্তনালীর তে ক্যান্সার হলে সেই অংশের কোষ বৃদ্ধি পেয়ে যায় এবং তীব্র ব্যাথা হয়।

মূলত জন্ডিস এর মাধ্যমে এই রোগ এর সৃষ্টি হয়,পিত্তনালীর মধ্যে এক প্রকার এনজাইম থাকে,, এক কোষ থাকে,, যা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।

কিন্তু এটার অসুবিধা হলে পিত্তনালীর মধ্যে ক্যান্সার হতে পারে, তখন দ্রুত ডাক্তার দেখতে হবে।

অনেক সময় দেখা যায় চুলকানি এর সৃষ্টি হয়,, মনে হয় পুরো শরীর চুলকাচ্ছে, কোনোভাবেই ভালো হচ্চে না,, দ্রুত ডাক্তার দেখানো উচিত

কারণ অতিরিক্ত চুলকানি শরীরে পিত্তনালীর ক্যান্সার এর কারণ হয়।

যদি পিত্তনালীর ক্যান্সার হয় তাহলে মল ত্যাগ এর সময় পরিবর্তন লক্ষ করা যায়।

মল এর সাথে রক্ত আসে,মল এর মধ্যে রং এর পরিবর্তন ঘটে , যদি হটাত এমন কিছু লক্ষ করেন দ্রুত ডাক্তার এর সরণাপন্ন হন।

প্রস্রাব এর রঙ পরিবর্তন, হয় এই সময় যদি দেখেন প্রস্রাব এর সময় ব্যাথা অনুভব করছেন বা রঙ পরিবর্তন হয়েছে,, বুঝে নিবেন আপনার শরীরে পানির পরিমাণ কম হয়েছে,।

বেশি পানি পান করবেন,, তবুও ঠিক না হলে বুঝবেন আপনার পিত্তনালি ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

এইভাবে বুঝবেন পিত্তনালীর ক্যান্সার সম্পর্কে

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে TRICKBD এর সাথেই থাকুন ধন্যবাদ।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post পিত্তনালীতে ক্যান্সার কিভাবে বুঝবেন!! জেনে নিন appeared first on Trickbd.com.

 পিত্তনালীতে ক্যান্সার কিভাবে বুঝবেন!! জেনে নিন

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form