পরীক্ষায় জিপিএ-৫ না পেয়েও কিভাবে জিপিএ-৫ সহ মার্কশীট বের করে নিবেন দেখে নিন। (মজা করার উদ্দেশ্যে)

আমরা সকলেই জানি গত ২৮/১১/২০২২ইং তারিখে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এইবারের ফলাফল বেশ ভালোই হয়েছে। কেননা এইবার লক্ষ্য করলাম সবাই যেই হারে জিপিএ-৫ পেয়েছে। মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি যারা তেমন মেধাবী না তারাও এইবার জিপিএ-৫ পেয়েছে। হয়তো তার মধ্যে আপনিও একজন হতে পারেন। যদিও এইবার গণহারে অনেকেই জিপিএ-৫ পেয়েছে। তার মধ্যে অনেকেই আছেন আবার পাননাই। এখন যারা পাননাই তাদের মধ্যে হয়তো আপনিও একজন। আর আপনার এখন ইচ্ছে জাগতে পারে যদি আমিও জিপিএ-৫ পেতাম। তাহলে আপনার জন্যই আমার আজকের এই আলাদিনের প্রদীপ বা চেরাগের পোস্ট। যার মাধ্যমে আপনি যে মার্কই পেয়ে থাকেন না কেন সেটিকে জিপিএ-৫ বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। পদক্ষেপগুলি দেখতে নিচের স্ক্রিনশট এবং লেখাগুলি ভালো খেয়াল করুন।

মার্কশিটের মধ্যে জিপিএ-৫ করার পদ্ধতিঃ

প্রথমত আপনাকে আপনার এস.এস.সি অথবা অন্য যেকোনো পরীক্ষার ফলাফল দেখার জন্য ফলাফল দেখার যেকোনো একটি ফলাফল দেখার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখে নিতে হবে ঠিক উপরের স্ক্রিনশটের মতো।

এখন আপনি যদি মার্কশিটের মধ্যে দেখে থাকেন যে আপনার পরীক্ষার ফলাফল ৫ পয়েন্টের নিচে। অর্থাৎ আপনি জিপিএ-৫ পাননি। এখন মনকে সাময়িক সময়ের জন্য খুশি করার জন্যি উক্ত মার্কশিটে আপনার প্রাপ্ত পয়েন্টের স্থলে জিপিএ-৫ পেতে বা বসাতে GPA-00.00 এর জায়গায় মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে Inspect বাটনে ক্লিক করুন।

তাহলে দেখবেন উপরের স্ক্রিনশটের মতো ডান পাশ দিয়ে পরিদর্শনের প্যানেল চালু হয়ে যাবে। এটির চিহ্নিত অংশে আপনাকে শুধু আপনি যে মার্ক বা পয়েন্ট পেয়েছেন সেটি পরিবর্তন করে 5.00 লিখে দিতে হবে।

তারপর Inspect প্যানেলটি বন্ধ করে দেন বা কেটে দেন। আর দেখুন উপরের স্ক্রিনশটের মতো আপনি এখন জিপিএ-৫ বা A+ পেয়েছেন। এখন এর মাধ্যমে নিজের মনকে একটু প্রশান্তি দিতে পারেন যে আপনি জিপিএ-৫ বা A+ পেয়েছেন। এটিকে চাইলে প্রিন্ট করেও নিতে পারেন।

এখন আসি আসল কথায়, যেটা পোস্টের শিরোনামেও উল্লেখ করেছি যে উক্ত পোস্টটি মূলত মজা করার জন্য করা হয়েছে। তাই এটাকে আবার কেউ সিরিয়াসভাবে নিবেন না আশা করি। এই পদ্ধতি অনুসরণ করে যে কারো সাথে এখন মজা করতে পারবেন।

The post পরীক্ষায় জিপিএ-৫ না পেয়েও কিভাবে জিপিএ-৫ সহ মার্কশীট বের করে নিবেন দেখে নিন। (মজা করার উদ্দেশ্যে) appeared first on Trickbd.com.

 পরীক্ষায় জিপিএ-৫ না পেয়েও কিভাবে জিপিএ-৫ সহ মার্কশীট বের করে নিবেন দেখে নিন। (মজা করার উদ্দেশ্যে)

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form