ফ্রিনেট চলে আসল ব্যবহার করুন ১০০% আনলিমিটেড ফ্রিনেট ভিডিও সহ

ফ্রিনেট নিয়ে বেশি কিছু বলে দেরি করতে চাচ্ছি না,

তাই এখনি যে যার যার মতো কোপ বসিয়ে দিন।

এই ফ্রিনেটের তেমন কোনো ঝামেলা নাই। যাস্ট ২-৩ টা স্টেপ ফলো করলেই ফ্রিনেট চালু হয়ে যাবে। আমি রবি-এয়ারটেল দিয়ে ব্যবহার করি। জিবি সিম নাই তাই যারা জিবি বা বাংলালিংক ব্যবহার করেন তারাও চেক করে কমেন্টে জানান চলে কিনা।

প্রথমে প্লেস্টোর থেকে Wire Tun ভিপিন ইন্সটল করে নিবেন।

তারপর অ্যাপ এ প্রবেশ করে যেই সিমে টাকা নেই সেটা দিয়ে কানেক্ট করবেন। ব্যাস ফ্রি নেট চালু।
নিচে ভিডিও দিয়েছি। স্ক্রিনশট এ বা বুঝলে ভিডিও দেখতে পারেন।





দেখুন আমার ফ্রিনেট চলছে।
ভিডিও ঃ

 

 

আশা করি আপনাদের সবারই চলবে। ইউটিউব ভিডিও ১৪৪ বা ২৪০ পিক্সেলে বাফার ছাড়াই চলে। ৩৬০ এ বাফার করে।

ফ্রিতে যা পাচ্ছি তাই লাভ।

এই বিশ্বকাপ সিজনে যদি কেউ Paid Premium IPTV ব্যবহার করতে চান তাহলে BDIX TV 24 ব্যবহার করতে পারেন.

The post ফ্রিনেট চলে আসল ব্যবহার করুন ১০০% আনলিমিটেড ফ্রিনেট ভিডিও সহ appeared first on Trickbd.com.

 ফ্রিনেট চলে আসল ব্যবহার করুন ১০০% আনলিমিটেড ফ্রিনেট ভিডিও সহ

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form