টেলিটক দারুন সব অফার নিয়ে হাজির দেখুন পছন্দ হবেই

সবাই সাগত জানিয়ে আজকের পোস্ট শুরু করছি ৷

টাইটেল দেখে বুঝে গেছেন আজ কি হতে চলেছে ৷ 

এই পোস্ট শুধু মাত্র টেলিটক ব্যাবহার করে তাদের জন্য ৷

গ্রামীন,বাংলালিংক,রবি বা এরটেল কে টিক্কা দিতে এই সব আজব অফার ৷ 

মাত্র কয়েকটি অফার নিয়ে কথা বলবো…

  1. ২৮৩ টাকায় ৩০ দিনের জন্য ৩০ জিবি নিতে পারবেন টেলিপ্ল্যান থেকে ৷
  2. ২৮৮ টাকায় ২৭০মিনিট সাথে থাকছে 5GB ৩০দিন ৷ (কম্বো প্যাক)
  3. ৫৪৮ টাকায় ৮০০মিনিট, ২০০SMS এবং 40GB ৩০দিন ৷ (কম্বো প্যাক)

 

১) ২৮৩ টাকায় ৩০ দিনের জন্য ৩০ জিবি নিতে পারবেন টেলিপ্ল্যান থেকে ৷

প্রথমে টেলিটক এ্যাপ লগিন করুন তারপর 

টেলিপ্লান এ টাপ করুন 

এবং টাপ করুন ৩০ দিন এরপর ৩০ জিবি মিনিট ও sms জেরো করুন ৷ 

২) ২৮৮ টাকায় ২৭০মিনিট সাথে থাকছে 5GB ৩০দিন ৷ (কম্বো প্যাক)

ইন্টারনেট-এ ক্লিক করুন, ☞ তারপর ব্যান্ডেল টাপ করুন এবং নিচের দিকে লক্ষ করুন 

৩) ৫৪৮ টাকায় ৮০০মিনিট, ২০০SMS এবং 40GB ৩০দিন ৷ (কম্বো প্যাক)

ইন্টারনেট-এ ক্লিক করুন ☞ তারপর ব্যান্ডেল টাপ করুন এবং নিচের দিকে লক্ষ করুন

এছাড়াও

  • ১৫ জিবি ২৭৬ টাকা, ৩০ দিন। অফার পেতে ডায়াল করুন *১১১*৭৭৭#
  • ৬জিবি ১২৭টাকা,মেয়াদ আনলিমিটেড।অফার পেতে ১২৭টাকা রিচার্জ/ডায়াল*১১১*১২৭#
  • ৪৫জিবি ৪৪৫ টাকা, ৩০দিন।অফার পেতে ৪৪৫ টাকা রিচার্জ/ডায়াল করুন*১১১*৪৪৫#
  • ১০জিবি+৩৫০মিনিট+১০০SMS @২৯৯টাকা/৩০ দিন; অফার পেতে ডায়াল করুন*১১১*১০৫#
  • ৫০জিবি+১০০০মিনিট+২০০SMS@৬৪৮ টাকা/৩০ দিন; অফার পেতে ডায়াল করুন*১১১*১১৩#

 

ধন্যবাদ সবাইকে ৷

 

The post টেলিটক দারুন সব অফার নিয়ে হাজির দেখুন পছন্দ হবেই appeared first on Trickbd.com.

 টেলিটক দারুন সব অফার নিয়ে হাজির দেখুন পছন্দ হবেই

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form