আপনার মনে ফোন হারানোর ভয় আছে, তাহলে আপনার ফোন হারানোর আগে অবশ্যই আপনাকে এই চারটি পদক্ষেপ নেওয়া অপরিহার্য

আপনার ফোন হারিয়ে গেলে আমি তো খুজে দিতে পারবো না কিন্তু কিভাবে আপনি আপনার ফোন খুজে পাবেন সেই আডভাইস দিয়ে আপনাকে একটু সাহায্য করতে পারবো তো চলুন দেখে নিই আপনার ফোন হারানোর আগে কি কি করলে আপনার ফোন ফিরে পাবার সম্ভবনা থাকবে

Security

অবশ্যই আপনার ফোন সিকুরিটি থাকতে হবে। সিকুরিটির জন্যে অবশ্যই আপনাকে নিজের ফোনের সিকুরিটি ব্যবহার করতে হবে। আমরা সাধারণত প্যাটার্ন লক বেশি ব্যবহার করি কিন্তু আপনাকে মনে রাখতে হবে অ্যান্ড্রয়েড ফোনের সিকুরিটির মধ্যে প্যাটার্ন লক খোলা সবথেকে সহজ। তাই আমি বলবো আপনি পাসওয়ার্ড ব্যবহার করুন কারন পাসওয়ার্ড এ আপনি #@%৳&* এই ওয়াড গুলা ব্যবহার করতে পারবেন এগুলো খোলা খুব কঠিন যে কেউ পারবে না।

Lost Android PhoneRescue Bangla

ফোনের লক স্কিন এ আপনার তথ্য দিন

আপনি আপনার ফোনের স্কিন লকে আপনার তথ্য দিন যেমন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা ইত্যাদি দিন কারন আপনাম ফোন হয়তো এমন কেউ পাইতে পারে যে হয়তো আপনার ফোন ফিরায় দিবে।যেভাবে আপনি তথ্য দিবেন Settings > Security > Owner info > Show owner info on lock screen > Type lock screen message.

Setup Android Device Manager : অ্যান্ড্রয়েড সেটিংস এ যেয়ে আপনাকে অবশ্যই find my device on করতে হবে। যেভাবে করবেন

Android Settings >Security > Device Administrators > find my device > Activate.

And Last Step আপনাকে একটি অ্যাপ ইন্সটল করে হবে

App Information Find My Device

App Name Find My Device v2.4.065-3
Genre Apps, Tools
Size 92 Mb
Latest Version 2.4.065-3
Get it On Google Play
Update Aug 27, 2022
Package Name com.google.android.apps.adm&hl=en&gl=US
Rating  4.1
Installs 100,000,000+

 

DOWNLOAD LINK :   Google Find My Device MOD APK

অ্যাপ ইন্সটল করে ওপেন করুন পারমিশন দিন। স্কিনশট ফলো করুন

 

The post আপনার মনে ফোন হারানোর ভয় আছে, তাহলে আপনার ফোন হারানোর আগে অবশ্যই আপনাকে এই চারটি পদক্ষেপ নেওয়া অপরিহার্য appeared first on Trickbd.com.

 আপনার মনে ফোন হারানোর ভয় আছে, তাহলে আপনার ফোন হারানোর আগে অবশ্যই আপনাকে এই চারটি পদক্ষেপ নেওয়া অপরিহার্য

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form