লেটেস্ট Google Camera – XML ফাইল ছাডাই ছবি উঠবে DSLR এর মতো

আসসালামু আলাইকুম।
আসা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজকে আরো একটি GCam নিয়ে আসলাম৷ এটা লেটেস্ট GCam ভার্সনের মুড GCam V-8.4.400

এই GCam টার বিষেষত্ব হচ্ছে এটাতে XML ফাইল ছাড়াই অনেক ভালো ছবি তুলতে পারে।

আগে এই ক্যামেরাটার কিছু RAW ফটো দেখি… ফফো গুলো একটুও এডিট করা হয়নি। ফটো গুলো Redmi Note 8 ফোন দিয়ে তোলা হয়েছে

আসা করি সবার মোবাইল এ সাপোর্ট করবে। করলে ভালো নাহলে প্যারা নাই আরো GCam আছে পৃথিবীতে একটা তো হবেই নাকি 🥴.


SGCAM_8.4.400.42_STABLE_133.8 MB

Download করে Install করে নিন। আসা করি সবাই Install করতে পারবেন 🤭

Config Setup :

ক্যামেরা ওপেন করে Settings এ ক্লিক করুন। তারপর Additional Settings লিখার উপর ক্লিক করুন।

এবার নিচের Configs Setting এ ক্লিক করুন।

তারপর Config Save বাটন এ ক্লিক করুন।

তারপর এখানে আপনার ইচ্ছা মতো যেকোনো কিছু লিখে Save বাটন এ ক্লিক করুন।

এখন আপনার ফাইল ম্যানেজার এ যান। সেখানে SGCam নামে একটা ফল্ডার দেখতে পাবেন। ফোল্ডারটি ওপেন করেন।

এখানে যে XML ফোল্ডারটি দেখতে পাচ্ছেন সেখানে Config ফাইল রাখতে হবে।

এই দুইটা Config ফাইল এর লিংক নিচে দিয়ে রাখবো। ডাউনলোড করে নিতে পারেন।


IPhone🪴13 Pro Max.xml

IPhone🌿14.xml


কোথাও কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন ।

Message me on Telegram


টেলিগ্রাম Movie Download Channel এ জয়েন হতে পারেন৷ ডিরেক্ট মুভি ডাউনলোড লিংকের সুবিধা। তাছাড়াও যেকোনো মুভি বা সিরিজের জন্য রিকুয়েষ্ট করতে পারবেন।


এখকার জন্য একটুকুই।

আল্লাহ হাফেজ।

The post লেটেস্ট Google Camera – XML ফাইল ছাডাই ছবি উঠবে DSLR এর মতো appeared first on Trickbd.com.

 লেটেস্ট Google Camera – XML ফাইল ছাডাই ছবি উঠবে DSLR এর মতো

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form