উদ্যোক্তাপে এর লগো ডিজাইন করে জিতে নিন ৩ হাজার টাকা পুরষ্কার

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন।আপনাদের জন্য একটা কনটেস্টের পোস্ট নিয়ে আসেছি।এটা মূলত উদ্যোক্তাপে নামের এক অনলাইনভিত্তিক কোম্পানি দেয়েছি, তাদের লগোর জন্যে।যার প্রাইজ মানি ৩ হাজার টাকা।তবে এটা প্রফেশনাল ডিজাইনদের জন্য।অথবা লগো ডিজাইনে যার ভালো দক্ষতা রয়েছে সেই পাবে।এবার তাহলে বিস্তারিত জানা যাক,
* উদ্যোক্তাপে আসলে কি?
UddoktaPay হচ্ছে এমন একটা টুল বা সফটওয়্যার যার মাধ্যমে কাস্টমারদের সেন্ড মানি চেক করে অটোমেশনে
সাহায্য করে।
UddoktaPay কাদের জন্য?
এটা মূলত ছোট্ট উদ্দোক্তাদের জন্য যারা
ব্যক্তিগত একাউন্ট দিয়ে কাস্টমারদের থেকে পেমেন্ট সংগ্রহ করে।পারস্টোনাল একাউন্টে পেমেন্ট অটোমেশন করতে UddoktaPay সাহায্য করে।
বর্তমানে তাদের প্রায় ১হাজার কাস্টমার রয়েছে।আপনি আরো বিস্তারিত জানতে তাদের পেইজ কিংবা ওয়েবসাইট অথবা রিভিউ দেখে নিতে পারবেন।
পেইজ লিংকঃ উদ্যোক্তাপে
প্রতিযোগীতার নিয়মঃ মাত্র একজন পাবে এই পুরষ্কার।তাই দক্ষ হলেই আপনি পেতে পারেন ৩ হাজার টাকা।
লোগো কনটেস্ট: প্রাইজ ৩০০০ টাকা।

কন্টেস্ট টাইপ: গ্রান্টেড

কনটেস্ট এর নিয়ম: আপনার ডিজাইন কমপ্লিট করে নিচের হ্যাশ ট্যাগ ইউজ করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, তারপর আমরা ডিজাইন পছন্দ করে বিজয়ী ঘোষণা করবো।

☞ হ্যাসট্যাগ: #uddoktapay_logo
☞ সাবমিশন ডেডলাইন: সেপ্টেম্বর ১০, ২০২২, রাত ১১.৫৯ মিনিট।

Logo Details:

কোম্পানির নাম : UddoktaPay
লোগোটাইপ: আইকন ও টেক্সট (আইকনে মূল ফোকাস দিতে হবে)
কোম্পানি ধরন: ডিজিটাল পেমেন্ট অটোমেশন সফটওয়্যার কোম্পানি।
টার্গেট গ্রুপঃ উদ্যোক্তা,অনলাইন সেলার ইত্যাদি
আইকন কনটেন্টঃ পেমেন্ট অটোমেশন + উদ্যোক্তা রিলেটেড।
অথবা ডিজাইনে যেভাবে স্টোরি / কন্সেপ্ট তুলে ধরা যায় সেভাবেও চাইলে দিতে পারেন।

ব্র্যান্ড কালার: (নীল) কালার আমাদের ব্রান্ড হিসেবে ব্যবহার হবে। এখন নীল এর মাঝে দৃষ্টিনন্দন যেকোনো কালার কোড ব্যবহার করতে পারেন। পাশাপাশি আমাদের অফিসিয়াল সাইটকেও অনুসরণ করতে পারেন।

সকল ডিজাইনারদের জন্য অনেক শুভকামনা রইল। অনুগ্রহ করে আপনার বন্ধুদেরকেও মেনশন করুন এবং সম্ভব হলে পোস্ট টি শেয়ার করবেন।
তাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপঃ uddoktapay group
তাদের অফিশিয়াল সাইটঃ উদ্যোক্তাপে

The post উদ্যোক্তাপে এর লগো ডিজাইন করে জিতে নিন ৩ হাজার টাকা পুরষ্কার appeared first on Trickbd.com.

 উদ্যোক্তাপে এর লগো ডিজাইন করে জিতে নিন ৩ হাজার টাকা পুরষ্কার

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form