আসসালামু আলাইকুম
কেমন আছেন সকলে। আশা করি সকলে অনেক ভালো আছেন।
একটি ওয়েবসাইট তৈরির জন্য ডোমেইন এর পাশা পাশি ভালো মানের হোস্টিং প্রয়োজন। কম দামে সেরা হোস্টিং কিনতে গিয়ে আমরা অনেক সময় প্রতারিত ও প্রতারণার শিকার হই। কারণ আমরা বাংলাদেশ থেকে বিদেশী কোম্পানি থেকে হোস্টিং কিনতে অনেক কাটখর পোড়াতে হয়।
অনেক এর ইন্টারন্যাশনাল পেমেন্ট করার কোন ওয়ে থাকে না। তাই জন্য অনেকে সেই সব যায়গা থেকে হোস্টিং কিনতে ও পারে না।
তবে বাংলাদেশ থেকে হোস্টিং কিনে যারা প্রতারিত ও প্রতারণার অনেকে। নিন্ম মানের হোস্টিং, নাল সি-পানেল, ভাইরাস ইত্যাদি সমস্যা জরজরিত। অনেকে এই সব হোস্টিং দেখে লোভে পড়ে যান। এবং নিজের টাকার খোয়িয়ে ফেলে ফেসবুকে পোস্ট করে। এমন অনেক কেই আমি দেখেছি।
সেই সব মানুষ এর কথা চিন্তা করে, এই সিরিজে আমি কিছু সেরা বাংলাদেশ এর কিছু হোস্টিং নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আর কখনো প্রতারিত বা প্রতারণার শিকার হবেন না।
আজকে কথা বলবো বাংলাদেশ এ সফল ভাবে প্রায় ১৮ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দেওয়া ও খুব সুলভ মুল্যের হোস্টিং কোম্পানি Xeonbd কে নিয়ে।
xeonbd মূলত বাংলাদেশ এর অন্যতম সেরা হোস্টিং কোম্পানির মধ্যে প্রথম সারিতে থাকবে। এই ধরে যদি বলেন ১-৫।
এর মধ্যে xeonbd অবশ্যই থাকবে। আমি ব্যক্তিগত ভাবে আমার ওয়েবসাইট এ এটি ব্যবহার করেছি ও আমার পরিচিত দের ও ব্যবহার করতে বলেছি।
তারা তাদের হোস্টিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
করবেই না কেনো, তাদের support OP level এর
চাপাবাজী করছি না। আমার পার্সনাল রেটিং যদি দিতে বলেন আমি 10/9 দিতে বাধ্য।
কেনো xeonbd থেকে হোস্টিং নিবো?
১. কম দামে সেরা হোস্টিং, আপনার প্রতারিত বা প্রতারণা হওয়ার কোন সুযোগ নেই।
২. প্রতিটি হোস্টিং এ থাকছে BDIX এর সুবিধা।
৩. USA/BD সার্ভার সাম্প্রতিক EU সার্ভার থেকে হোস্টিং সুবিধা। ( আমি পার্সনাল ভাবে BD/EU কে নিতে বলবো কারণ EU বাংলাদেশ থেকে অনেক কাছেই। তাই ওয়েব এর এর ভালো পারফরম্যান্স পাবেন। যত ভালো পারফরম্যান্স তত ভালো ওয়েব এর SEO ও র্যাংক হবে।)
৪. OP level এর সাপূর্ট কল, লাইভ চ্যাট, email। WordPress ইন্সটল থেকে শুরু করে যে কোন জটিল সমস্যা সমাধান তাদের থেকে পাবেন।
৫. Upto 99.99% হোস্টিং Active থাকে। বছরে হয়তো ১-২ মিনিট সার্ভার মেন্টেস এর জন্য সমস্যা হতে পারে।
৬. সেই সাথে হোস্টিং কেনার সাথে সাথে ইন্সট্যান্ট active হয় যাবে।
৭. তারা বাংলাদেশ এর প্রথম cpanel এর নেটওয়ার্ক পার্টনার তারা সোর্স প্রথম আলো তাই নাল সি প্যানেল এর কোন প্রশ্নই আসে না।
৮. কপিরাইট কন্টেন্ট xeonbd allowed করে (DMCA ingnor)। তবে ভাইরাস থাকলে হোস্টিং সাসপেন্ডেড হতে পারে
কি কি সার্ভিস আছে তাদের?
১. সল্প মুল্যে ডোমেন সেবা (তবে এতটাও সস্তা না),
২. শেরাড হোস্টিং (CP ও DA প্যানেল) DA এর দাম কম,
৩. রিসেলার হোস্টিং,
৪. ডেডিকেটেড হোস্টিং,
৫. আনলিমিটেড হোস্টিং (যা সহজে কম দামে বাংলাদেশ এ পাওয়া অসম্ভব)
৬. Ransomware থেকে প্রটেকশন।
৭. ইমেল সার্ভিস।
৮. BDIX সেবা।
৯. BDIX storage সার্ভিস,
১০. FTP হোস্টিং সার্ভিস।
হোস্টিং বা ডোমেইন কিনতে যা যা লাগবে:
শুরুতেই বলে রাখি এখান থেকে হোস্টিং কিনলে আপনার ID Prove Upload করতে হবে।
যারা স্টুডেন্ট আছেন NID নাই তারা সাপূর্ট টিম এর সাথে যোগাযোগ করে ID prove করে নিবেন। তাহলে Account Active হবে।
প্রতিটি সার্ভিস এ ৩০ দিন এর মানিব্যাক গ্যারান্টি পাবেন। আপনার হোস্টিং ভালো না লাগলে ৩০ দিন এর মধ্যে তা ক্যান্সেল করতে পারবেন।
এই সম্পর্কে আরো ভালো ধারণা পেতে এই ভিডিওটি দেখুন
তো হোস্টিং কিনতে ভিজিট করুনঃ প্রতিটি হোস্টিং upto 50% ডিসকাউন্ট থাকছে।
রেফার ছাড়া লিংক
রেফার যুক্ত লিংক
রেফার লিংক থেকে হোস্টিং কিনলে, কোন সমস্যা আমার থেকেও সাপূর্ট নিতে পারবেন। আমি যথাসাধ্য চেস্টা করবো।
আমার ফেসবুক facebook
প্রতারণা থেকে বাঁচতে নিজে সর্তক হোন
– ধন্যবাদ
The post সল্প দামে বাংলাদেশ এর সেরা হোস্টিং কোম্পানি xeobd থেকে হোস্টিং কিনুন । প্রতারণার বিন্দুমাত্র সম্ভাবনা সেই, (পেমেন্টঃ বিকাশ/নগদ/উপাই/রকেট) appeared first on Trickbd.com.