আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।
আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মোবাইল এর কয়েকটি অ্যাপস এর মধ্য কয়েকটি ছোট্ট সেটিং যা আপনার ফোন এর মোবাইল ডেটা কে কম খরচ করতে সাহায্য করবে। আমরা অনেকেই এমন একটা সমস্যায় পড়ে এমবি সঠিক ভাবে ব্যাবহার করতে পারিনা। এমবি কিনার কিছুক্ষণ এর মধ্যেই দেখা যায় এমবি শেষ হয়ে গেছে। আশা করি আমার এই পোস্ট টি দেখার পর থেকে আপনারা আর এই সমস্যায় পড়বেন না।
সেটিং গুলো রয়েছে আমাদের ফোনের কয়েকটা অ্যাপস এর ভিতর প্রথমে যেই সেটিং গুলো দেখব সেগুলো রয়েছে প্লে স্টোরে। সকলে প্লে স্টোরে ঢুকুন। ঢুকে নীচের দেখানো অংশে ক্লিক করুণ।
Setting এ ক্লিক করুন।
Network preference এ ক্লিক করুন।
App download preference এ ক্লিক করুন।
Wifi only সিলেক্ট করে। Done করুন।
অটো আপডেট অ্যাপস এ ক্লিক করুন।
Dont auto আপডেট এ ক্লিক করে done করুন।
Auto play videos এ ক্লিক করুন।
Don’t Auto play videos এ ক্লিক করে done করুন।
প্লে স্টোর এর কাজ শেষ। এবার ফেইসবুক এ এসে 3 ডট এ ক্লিক করুন।
নিচে settings and privacy তে ক্লিক করুন l
Setting এ ক্লিক করুন।
Media তে ক্লিক করুন।
নিচের দেখানো সেটিং দুটি অন করে দিন। তাহলেই ফেসবুক এর কাজ শেষ হয়ে যাবে।
এরপর ইউটিউব এ আসুন। এবং নিচের দেখানো অংশে ক্লিক করুন।
সেটিং এ যান।
Data saving এ ক্লিক করুন।
ডাটা সেভিং মোড কে এনাবল করে দিন। এনাবল করার পর সবগুলো অপশন নিচের মতো অন হয়ে যাবে।
এরপর বেরিয়ে এসে ভিডিও কোয়ালিটি pereference এ ক্লিক করুন।
নিচের দেখানো আপশন টি অন করে দিন।
এরপর যেই সেটিং টি দেখবো সেটি সব সময়ের জন্য নয়। ধরে নিন আপনার ফোনে একান্তই এমবি কম কিন্ত আপনি ইউটিউব একটি ভিডিও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি এই সেটিং টি ব্যাবহার করতে পারেন। এর জন্য যেকোনো একটি ভিডিও প্লে করে পজ করুন। এরপর নিচের দেখানো সেটিং এ ক্লিক করুন।
Quality তে ক্লিক করুন।
Advanced এ ক্লিক করুন।
এরপর সবার নিচের অপশন টি ক্লিক করুন। এতে আপনার ভিডিও কোয়ালিটি কিছুটা খারাপ হবে। কিন্ত আপনার এমবি কম খরচ হবে।
এরপর আপনি এমবি ব্যাবহার করে দেখুন। এতে আগের থেকে এমবি কিছুটা হলেও কম খরচ হবে।
আজকের পোস্ট টি তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf
The post Mb দ্রুতই শেষ হয়ে যায়? এমবি বাঁচিয়ে রাখার কয়েকটি সেটিং! appeared first on Trickbd.com.