[Hot Post ] Reface কে নিজে মোড করে বন্ধুকে বানিয়ে ফেলুন নায়ক।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

আজকে আপনাদের সামনে হাজির হলাম অ্যাপস মোড নিয়ে। আজকে টপিক হলো reface কিভাবে মোড করবেন। Reface একটা premium অ্যাপস আর এটি যদি ব্যবহার করতে চান আপনাকে অবশ্যই ৩০০০+ টাকা ঘনতে হবে। যেটা কিনার সবার পক্ষে সামর্থ থাকে না । আজ দেখাবো কিভাবে ৩০০০+ টাকা ছাড়া ব্যবহার করতে হয়।

Reface কি?

আচ্ছা একটা উদাহরণ দেওয়া যাক :

আমরা সবাই কম বেশি Hollywood, Bollywood মুভি গুলো দেখে থাকি। তাদের কিছু ছিন আমাদের ভালো লাগে এবং  কিছু গানের কলি আমাদের ভালো লাগে ।এখন কথা হচ্ছে এই যে ভালো লাগার ছিন টুকু অবশ্যই কোন নাইকা করেছে তাই না। কেমন হয় যদি ওই নাইকার জায়গায় আপনার ফেইজ দেওয়া হয়। একটা ফ্যানি হয়ে যায় ঠিক না। মোট কথা হচ্ছে অন্য জনের ছিনে নিজের ছবি বসনোটাই reface ।lতো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।

যা যা লাগবে : 

১) MT manager

২) NP manager 

অ্যাপস গুলো টেলিগ্রামে পেয়ে যাবেন।

 

দেখতেই পাচ্ছেন আমাদের থেকে ৩,৯০০ টাকা চাচ্ছে লাইফটাইমের জন্য। এখন আমরা এইটা বাইপাস এবং মোড করবো।

প্রথমে আমরা MT manager চলে যাবো।

তারপর আমরা থ্রী ডটে ক্লিক করবো।

তারপর extract apk তে ক্লিক করবো।

এখন আমরা reface সিলেক্ট করে extract ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমরা extract হয়ে গেছে।

এখন আমরা চলে যাবো NP manager তারপর extract করা অ্যাপসটি খুজে বের করবো এবং এই apks টা আমরা apk মোডে কনভার্ট করবো। তাই convert to apk ক্লিক করবো।

 

এখন আমরা আবার MT manager চলে যাবো এবং এখন যে NP manager দিয়ে apk মোড করলাম সেটার উপরে ক্লিক করবো এবং  view তে চলে যাবো।

এখন আমি যেই ফাইল গুলো রাখছি আপনি সেম রাখবেন এবং বাকি সবগুলো ফাইল ডিলিট করে দিবেন।

এখন আমরা যেকোন একটা classes ফাইলের উপর ক্লিক করবো এবং Dex editor plus দিয়ে ওপেন করবো।

 

এখন আমরা সবগুলো classes ফাইল সিলেক্ট করে ওকে তে ক্লিক করবো।

তারপর আমরা চলে যাবো search এ তারপর start a new search ক্লিক করবো।

 

সার্চ বক্সে getpropurchased লিখে এবং method name সিলেক্ট করে ইন্টার করবো।

১৩ নং ছবির মতো আসবে আপনি প্রথমতায় ক্লিক করবো।

 

তারপর 75 নং const/4 v2, 0x0 কে রিনেম করবো। const/4 v2, 0x1 করবো।

তারপর ৭৭ এবং 83 নং লাইনে if-nez করে দিবো।

 

 

এখন ২১৫ const/4 v2, 0x1 করে দিবো।

তারপর ২৯৯ নং Rename করে const/4 v2, 0x1 করে দিবো।

 

তারপর বেক ক্লিক করবো এবং save and exit ক্লিক করবো।

তারপর auto sing মার্ক করে ওকে ক্লিক করুন আপনার কাজ শেষ। এখন আপনি অ্যাপসটি ইনস্টল করে এবং বন্ধুদের সাথে মজা নেন।

তো আজ এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন । ভিডিও আকারে পেইজ এব টেলিগ্রামে পেয়ে যাবেন।

Facebook

YouTube

Page

Telegram

দুঃখিত পোস্টের জন্য। স্কিনসর্ট আগে করা ছিলো যার জন্য ফন্ট পরিবর্তন করা হয়নি

The post [Hot Post ] Reface কে নিজে মোড করে বন্ধুকে বানিয়ে ফেলুন নায়ক। appeared first on Trickbd.com.

 [Hot Post ] Reface কে নিজে মোড করে বন্ধুকে বানিয়ে ফেলুন নায়ক।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form