[Hot Post] ( পর্ব ৯) অন্যের মোড করা pixellab ব্যবহারের দিন শেষ। এখন নিজেই pixellab কে মোড করুন।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজকে আপনাদের সামনে হাজির হলাম মোড নিয়ে ।আজকের টপিক হলো pixellab কে কিভাবে মোড করবেন। youtube,Facebook etc thumbnail এর জন্য আমরা বেশি ভাগ সময় pixellab ব্যবহার করে থাকি ।

Pixellab কি?

Pixellab হলো ছবি ইডিটিং করার জন্য জনপ্রিয় একটি অ্যাপস ।আমরা সবাই কমবেশি thumbnail মেক করে থাকি তার ভিতরে ইউটিউব , ফেইসবুক ইত্যাদি অনেক সাইটের জন্য thumbnail প্রয়োজন হয়। আমরা  যারা মোবাইল ইউজার তারা সচারাচর pixellab দিয়েই thumbnail মেক করে থাকি। এখন মোট কথা হচ্ছে যে pixellab একটি premium অ্যাপস তার কিছু টুলস ব্যবহার করার জন্য টাকা দিয়ে কিনতে হয়। আবার ছবি সেইভের সময় ads আসে। আমরা সেই ads এবং premium টুলস গুলো ব্যবহার শিখোব চলুন শুরু করা যাক।

 

যা যা লাগবে ।

১) MT manager

দেখতে পাচ্ছেন sticker ব্যবহার করতে পারবো না টাকা চাচ্ছে এছাড়াও আরো অনেক টুলস আছে।

১) প্রথমে আমরা MT manager এ চলে যাবো।

২) থ্রী ডটে ক্লিক করবো।

৩) এখন extract apk তে ক্লিক করবো ।

৪) তারপর pixellab সিলেক্ট করে extract apk ক্লিক করবো ।

৫) extract হয়ে গেলে আমরা তার উপর একটা ক্লিক করবো এবং view তে চলে যাবো।

৬) তারপর অনেকটা classes ফাইল দেখতে পাবো। যে কোন একটায় ক্লিক করবো এবং Dex editor plus দিয়ে ওপেন করবো।

৭) সব গুলো classes ফাইল সিলেক্ট করে ওকে ক্লিক করবো।

৮) তারপর com ফাইলে চলে যাবো।

৯) তারপর imaginstudio.imagetools.pixellab চলে যাবো।

১০) তারপর mainactivity চলে যাবো।

১২) তারপর compass এর মতো আইকনে ক্লিক করবো।

১৩) তারপর নিচে গিয়ে handlepurches খুজে বের করে তারপর উপর ক্লিক করবো।

 

১৪) এখন .line 655 খুজে বের করে তারপর উপরে const/4 p1, 0x0 কে রিনেম করে আমরা

const/4 p1, 0x1 দিয়ে সেইভে ক্লিক করবো।

১৫) তারপর বেক দিবো এবং  save and exit ক্লিক করবেন ।

১৬) তারপর auto sing mark করে ওকে ক্লিক করবো। তারপর apps টি ইনস্টল করবো।

১৭)  দেখতে পাচ্ছেন premium হয়ে গেছে।

তো আজ  এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

#অ্যাপস এবং ভিডিও পেইজ এবং টেলিগ্রামে পেয়ে যাবেন।

 

Facebook

Youtube

Page

Telegram

The post [Hot Post] ( পর্ব ৯) অন্যের মোড করা pixellab ব্যবহারের দিন শেষ। এখন নিজেই pixellab কে মোড করুন। appeared first on Trickbd.com.

 [Hot Post] ( পর্ব ৯) অন্যের মোড করা pixellab ব্যবহারের দিন শেষ। এখন নিজেই pixellab কে মোড করুন।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form