যেকোন ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন একদম ক্লিয়ার [HD] ফরম্যাটে।

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। 
কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্য-নতুন সকল আপডেট পাওয়া যায়,এবং ভাল থাকা যায়।

আজকে আপনাদের মাঝে শেয়ার করব, ফটোর ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার ফরম্যাটে পরিবর্তন করা।
অনেকে এটা জানে, যারা জানে না তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। 

অনেকে (remove.bg) 

এই সাইটের মাধ্যামে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে থাকেন।

এতে ফটোর কোয়ালিটি নস্ট হয়ে যায়, ঝাপসা হয়ে যায়।

কিন্তু আমি যে ভাবে দেখাব, এভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে একদম ক্লিয়ার থাকবে ফটোর সাইজ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

প্রথমে নিচের লিংকে ক্লিক করুন–

তার পর নিচের দেখানো লেখায় ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন

তার পর আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন গ্যালারি থেকে সিলেক্ট করুন

তার পর অপেক্ষা করুন প্রসেস হবে

তার পর দেখুন হয়ে গেছে, এবার নিচে ডাউনলোড অপশনে ক্লিক করুন। 

দেখুন ফটোর সাইজ, একদম ক্লিয়ার ফরম্যাটে

আজকে এপযন্ত।

ভুল ক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

চেস্টা করব, ভাল কিছু উপহার দেয়ার জন্য।

যেকোন প্রয়োজনে—
আমার ফেসবুক একাউন্ট লিংক

ধন্যবাদ। 





The post যেকোন ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন একদম ক্লিয়ার [HD] ফরম্যাটে। appeared first on Trickbd.com.

 যেকোন ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন একদম ক্লিয়ার [HD] ফরম্যাটে।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form