গুগল নিউজে ১০০% এপ্রুভাল পাওয়ার পদ্ধতি।

গুগল নিউজে দ্রুত এপ্রুভাল পাওয়ার কার্যকরী টিপস।


Publishercenter সম্পর্কে জানেন? Publishercenter আর Google News কিন্তু একই জিনিস। Publishercenter হলো পাবলিশারদের জন্য।আর পাবলিশারদের ওয়েবসাইটে পোস্ট করা নিউজ/আর্টিকেল গুলোই গুগল নিউজে ভিজিটর রা পড়তে পারে।

আপনি যদি ব্লগিং শুরু করে থাকেন,তবে গুগল নিউজের নামটি অবশ্যই শুনে থাকবেন।গুগল নিউজ যেমন আপনাকে ভিজিটর এনে দিবে গুগল সার্চ এর বাইরে থেকে তেমনি গুগল নিউজ অ্যাপ্রুভ করা থাকলে আপনি আপনার সাইটের পোস্ট দ্রুত গুগলে ইনডেক্স করতে পারবেন।

আরও পড়ুন : মাত্র ২ মিনিটে গুগলে ইনডেক্স করুন ব্লগপোস্ট।

গত পোস্টে দেখিয়েছিলাম কিভাবে অতি দ্রুত গুগলে আপনার সাইটের পোস্ট ইনডেক্স করাবেন।আজকের পোস্ট গুগল নিউজে এপ্রুভাল নিয়ে।গুগল নিউজে এপ্রুভাল নেয়া কঠিন কিছু না।শুধু সব কিছু ঠিক মত করে পূরণ করে এপ্লাই করলেই ৩-৪ দিনের মাঝে গুগল নিউজ এপ্রুভাল দিয়ে দেয়।তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। অনেককেই গুগল নিউজ থেকে রিজেক্ট করে দেয়।

গুগল নিউজে ১০০% এপ্রুভাল পাওয়ার জন্য নিম্নে উল্লেখ করা বিষয় গুলো লক্ষ রাখা দরকার :

  • গুগল নিউজে যে লোগো টি দিবেন,সেটি যেনো আপনার সাইটের ব্যানার এ থাকে।গুগল নিউজে দিলেন এক লোগো,কিন্তু আপনার সাইটের ব্যানার এ অন্য লোগো।এক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দিবে।
  • লিরিক সাইটের জন্য গুগল নিউজে এপ্রুভাল নেয়ার জন্য আবেদন করলে রিজেক্ট হওয়ার চান্স থেকে যায়।এটি বলার কারণ হচ্ছে,আমি একবার লিরিক্স সাইটের জন্য গুগোল নিউজে এপ্রুভাল এর আবেদন করার পর রিজেক্ট হয়েছিলাম।

মূল পোস্টে ফিরে আসা যাক।উপরোক্ত বিষয় গুলো লক্ষ রাখলে গুগল নিউজে এপ্রুভাল পাবেন ১০০% ।

নিচের ধাপগুলো ফলো করুন গুগল নিউজ ১০০% এপ্রুভাল পাওয়ার জন্য :

Step 1 : প্রথমেই Publisher center এ যাবেন।তারপর বাম দিকে Add Publication এ ক্লিক করবেন।

Step 2 : এবার প্রথম বক্সে আপনার সাইটের নাম অর্থাৎ আপনার পাবলিকেশন এর নাম দিবেন।পরবর্তী বক্সে আপনার সাইটের লিংক দিবেন।নিচের বক্সে লোকেশন দিবেন আপনার সাইটের।অর্থাৎ যে কান্ট্রি এর ভিজিটরদের টার্গেট করে আপনার পাবলিকেশন সেটি দিবেন। নিচে চেক বক্সে ✅ দিয়ে Add Publication এ ক্লিক করে অ্যাড করে দিবেন।

Step 3 : এবার নিচের স্ক্রীনশট এ দেখানো মত Publication settings এ ক্লিক করবেন।

Step 4 : Publication settings ওপেন হলে Primary language এ আপনার সাইটের language সিলেক্ট করে দিবেন।

Step 5 : Website property url এ ভেরিফাই অপশন পাবেন।ভেরিফাই এ ক্লিক করলে অটো ভেরিফাই হয়ে যাবে।না হলে সার্চ কনসোলে গিয়ে ভেরিফাই করে নিবেন।

Step 6 : এবার Additional website property url এ আপনার সাইটের url দিবেন নিচে দেখানো স্ক্রীনশট এর মত করে।


Step 7 : Contacts এ গিয়ে আপনার মেইল দিবেন।তারপর যেসব বিষয়ে আপডেট পেতে চান সেসব এ টিক দিয়ে দিবেন।তারপর Add এ ক্লিক করবেন।


Step 8 : এবার Next এ ক্লিক করবেন।

Step 9 : Add square logo তে আপনার সাইটের একটি square লোগো দিবেন।লোগো এর dimention 1000×1000 অথবা 512×512 ।

Step 10 : Add light theme rectangular logo তে আপনার সাইটের লোগো দিবেন।এটি light theme এর জন্য।পাশে Add dark theme rectangular logo তে ডার্ক থিম এর জন্য লোগো দিবেন।(আমি ২টাই একই দিয়েছিলাম।কোনো সমস্যা হয়নি।)

Step 11 : তারপর উপরে ডান দিকে Save বাটনে ক্লিক করে সেভ করে দিবেন।

Step 12 : সেভ হয়ে গেলে নিচের স্ক্রীনশট এ দেখানো মতো Google News এ ক্লিক করবেন।

Step 13 : এডিট বাটনে ক্লিক করুন।

Step 14 : Publications category তে আপনার সাইটের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। Country তে যদি কোনো স্পেসিফিক কোনো সাইটের জন্য আপনার ওয়েবসাইট হয়,তবে সেটি সিলেক্ট করে দিবেন।নয়তো,Worldwide করে দিতে পারেন।তারপর Next এ ক্লিক করবেন।

Step 15 : এবার Content setting এ আসলে New section এ ক্লিক করবেন।তারপর Feed এ ক্লিক করবেন।


Step 16 : Section title এ আপনার সাইটের নাম দিতে পারেন।তারপর Rss or Atom feed url এ ফীড এর ইউআরএল দিবেন।আপনি এখানে ডিফল্ট টি (https://ift.tt/LlC78dB) ইউজ করতে পারেন কিংবা feedburner এর ফীড লিংক দিতে পারেন।তারপর Add বাটনে ক্লিক করে অ্যাড করে দিবেন।

Step 17 : Access group এ New access group এ ক্লিক করবেন।তারপর আপনার গ্রুপ এর নাম দিবেন।অতঃপর Add user এ ক্লিক করে যেসব মেইলে আপনি অ্যাকসেস দিতে চান সেগুলো অ্যাড করে দিবেন।তারপর Add বাটনে ক্লিক করবেন।তারপর Next এ ক্লিক করবেন।



Step 18 : Review and Publish সেকশনে টার্মস এবং কন্ডিশন গুলো রিভিউ করতে বলবে।রিভিউ করে নিবেন।যদি কোনো সেকশন এ কিছু বাদ পড়ে যায় তবে সেটি এখানে থেকে রিভিউ করে দেখতে পারবেন।তারপর Publish বাটনে ক্লিক করে পাবলিশ করে দিবেন।।

গুগল নিউজে এপ্রুভাল এর জন্য রিকোয়েস্ট করার ৩-৪ দিনের মাঝে অ্যাপ্রুভ করে দিবে।অনেক সময় আরো দ্রুত অ্যাপ্রুভ করে থাকে।কিন্তু ৪ দিনের বেশি সময় লাগবে না।

পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন।যদি উপকারে আসে তবে আমার লেখা গুলো সার্থক।কানেক্টেড থাকার জন্য জয়েন করুন আমাদের Telegram গ্রুপে।প্রতিনিয়ত বাংলা টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন PieTune

The post গুগল নিউজে ১০০% এপ্রুভাল পাওয়ার পদ্ধতি। appeared first on Trickbd.com.

 গুগল নিউজে ১০০% এপ্রুভাল পাওয়ার পদ্ধতি।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form