আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS

আসসালামু আলাইকুম!

আজকে দেখাব কিভাবে ইজি প্রসেসে আপনার পিসিতে এফটিপি সেটআপ করবেন. এবং একই নেটওয়ার্কের আওতায় থাকা যে কোন ডিভাইস দিয়ে অ্যাক্সেস এবং ইনস্ট্যান্ট ডাউনলোড করবেন।

  1. এর জন্য প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে (উইন্ডোজের সার্চ বারে লিখে সহজেই খুঁজে পেতে পারেন). এরপর বাকি প্রসেস স্ক্রিনশট ফলো করুন
  2. এরপর এফটিপি সার্ভার টা এনাবল করে বের হয়ে আসুন…
  • এরপর উইন্ডোসের সার্চ বারে IIS লিখে সার্চ করুন
  • যে কোন একটা নাম এবং পিসিতে থাকা ডিস্কটি-কে  সিলেক্ট করুন.   যেই  ডিক্সটা এফটিপিতে রূপান্তর করতে চাচ্ছেন

  • আমাদের কাজ শেষ…  এখন আপনার পিসির নেটওয়ার্ক আইপি দিয়ে যেকোন ডিভাইস দ্বারা অ্যাক্সেস করতে পারবেন, সিলেক্ট করা  ড্রাইভটি 

  •   ঠিক এরকম 


  • আশা করি বোঝাতে পেরেছি… না  বুঝে থাকলে ভিডিওটি দেখুন  

  • ধন্যবাদ। ভালো থাকুন…….আল্লাহ হাফেজ।।

The post আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS appeared first on Trickbd.com.

 আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form