আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন? অ্যাপ্লিকেশন গুলোর বিস্তারিত দেখুন,Don’t Miss!

আসসালামু আলাইকুম.
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম
আপনাদের মাঝে আমি আসিফ।

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি app এর সংখ্যার জন্য।

  • Google Authenticator: Password, payment ইত্যাদির কাজে লাগে।
  • Bkash: খুবই দরকারি জিনিস। প্রতি মাসেই লাগে।
  • Camscanner: দ্রুত কোন কিছুকে স্ক্যান করতে দারুন। বিশেষ করে, বই বা কোন ডকুমেন্ট স্ক্যান করে মেইল করার ক্ষেত্রে।
  • Chess: অনলাইনে দাবা খেলা যায়। খুব একটা পারিনা। চেষ্টা করি।
  • Chrome: সবচেয়ে প্রয়োজনীয় এপ খুব সম্ভবত।
  • Dictionary.com: অনলাইন ডিকশনারী। এর একটা দারুন ফিচার আছে, Word of the Day নামে। প্রতিদিন একটা করে শব্দ সারাদিনের জন্য হাইলাইটেড হয় এবং আমার হোমপেজে একটা গ্যাজেট হিসেবে থাকে। এইটা খুব কাজে দেয়।
  • Digital wellbeing: এইটা Android 9 আপডেটের পর এসেছে। সিস্টেম এপ। সারাদিন মোবাইল কি কাজে কতটুকু ব্যবহার করা হল তার পুরো ডেটা পাওয়া যায় এখানে, আবার কোন পার্টিকুলার এপ টাইমারও সেট করা যায়। ফলে নিজের সময় এর উপর কিছুটা নিয়ন্ত্রন আরোপ করা যায়।
  • Docs: গুগল ডকস। Microsoft Word এর চেয়ে বেশি আরাম পাই ব্যবহার করে এবং সব ডেটা খুবই ভালভাবে সব ডিভাইসে সিনক্রোনাইজ করে থাকে।
  • Google Drive: খুবই কাজের জিনিস। ক্লাউডে নানান গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয় একসেস করার সুবিধার জন্য।
  • Dulingo: ভাষা শেখার জন্য ব্যবহার করি। স্পানিশ ও জার্মান শেখার চেষ্টা করি।
  • Easy voice recorder: আমার গবেষণা ও নানান কাজে অডিও রেকর্ড করার প্রয়োজন হয়। বেশ ভাল সার্ভিস পাচ্ছি এটায়।
  • Facebook: সময় নষ্ট করি এটায়।
  • Files go: শেয়ার ইট এর বিকল্প এপ। গুগল এর তৈরী। বেশ ফাস্ট এবং বিজ্ঞাপন বিহীন।
  • Find my phone: কেন ইন্সটল করেছি মনে নাই।
  • Foxit: পিডিএফ রিডার। এডোবি রিডার র‍্যাম হাংগ্রি হবার পর থেকে এটা চালাই। খুব আরাম পাচ্ছি। এইটার পিসি ভার্সনও আছে। তাই সুবিধা হয়।
  • Gmail: এইটা নিয়ে আরকি বলব!
  • Google: আমার ফোন এন্ড্রোয়েড ওয়ান প্রোগ্রামের হওয়ায় এইটা প্রিইনস্টল্ড এসেছে। সমস্ত গুগল ফিচার এইটার সাথে সম্পর্কিত।
  • Imo: পরিবার ও বন্ধুদের জন্য।
  • Instagram: ছবি তোলার একটা বেয়াদপ শখ আছে এবং এখানে সেগুলো মানুষকে দেখতে বাধ্য করি
  • Google keep: বিভিন্ন নোটস, টু ডু লিস্ট ইত্যাদির জন্য ব্যবহার করি। নোটপ্যাড এর মতন। গুগল ড্রাইভের জায়গা ব্যবহার করে সিনক্রোনাইজ করে। বেশ ভাল।
  • Lens: জানিনা কেন ইন্সটল দিয়েছি।
  • Linkdin: চাকরি বাকরি খুঁজি এখানে।
  • Maps: রাস্তাঘাট খুঁজি।
  • Mega: ক্লাউডে ফ্রি ৫০ জিবি দেয় উইথ ইনক্রিপশন।
  • Messenger: সময় নষ্ট করি।
  • Mi drop: জানিনা কেন আছে এইটা।
  • Mi remote: টিভি, এসি, প্রজেক্টর সব কিছুর রিমোট হিসেবে মোবাইল ব্যবহার করি এইটা দিয়ে।
  • Mobile legends: গেম এইটা। ছেলেমানুষি করি।
  • Mx player: ভিডিও প্লে করা যায়। সম্ভবত সবচেয়ে কম ব্যবহৃত এপ।
  • My gp: জিপি ব্যবহারকারীদের জন্য বেশ কাজের।
  • Orbot: ভিপিএন। অনেক সময় প্রয়োজন হয়।
  • Photos: গুগুল ফটোস। অনলাইনে আনলিমিটেড স্টোরেজ দেয় ছবির জন্য। খুব ভাল জিনিস।
  • Play Music: গান শুনি।
  • Quora: ওয়েবসাইটের চেয়ে এপ ই ভাল আমার কাছে।
  • RAR: জিপ করি, জিপ খুলি।
  • Ridmik: বাংলা লিখি।
  • Skitto: স্কিটো সিম থাকলে ইহা লাগবেই।
  • Snake vs blocks: অফলাইন গেম। যখন নেট থাকেনা তখন খেলি।
  • Snapseed: ছবি তোমার শখ পূরণে একটি শক্তিশালী সহায়ক।
  • TED: জ্ঞান দেখি, শুনি।
  • Tinder: সিংগেল মানুষ। তাই 🙁
  • Google Translate: নানান কাজে লাগে।
  • Whatsapp: বন্ধুদের সাথে আলাপ।
  • Youtube: ভিডিও দেখি।
  • Utorrent: ডাউনলোড দেই।
  • যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

     

    MixTuneBD.con

     

    সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ।
    আল্লাহ হাফেজ.

    The post আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন? অ্যাপ্লিকেশন গুলোর বিস্তারিত দেখুন,Don’t Miss! appeared first on Trickbd.com.

     আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন? অ্যাপ্লিকেশন গুলোর বিস্তারিত দেখুন,Don’t Miss!

    Marzuk Neil

    জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

    Post a Comment

    Previous Post Next Post

    Contact Form