আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি কমবেশি সবাই গেম খেলি। বর্তমান সময়ের Free Fire, PUBG এগুলোর কথা তো বাদই দিলাম।
অনেকেই আছেন যারা রেসিং গেম খেলতে পছন্দ করেন। প্রায়ই Hill Climb Racing, Hill Climb Racing 2, Moto raceing, Car raceing ইত্যাদি গেম খেলে থাকেন। এবং এগুলো গেলে এখন আর ভালো লাগে না খেলতে, নতুন কোনো গেম চান, তাদের জন্য আজকের এই পোস্ট।
আগেই বলে রাখি এটা কোনো বড় সাইজের গেম না, তাই 1GB Ram, 512 Mb Ram এর ফোনেও ভালো ভাবো খেলতে পারবেন। এটাও রেসিং গেম তবে অন্য লেভেলের।
এই গেমের নাম হলো: Beach Buggy racingগেমটার Installation Name : BB Racing
নাম শুনেই বুঝতে পেরেছেন এই গেমে রেস হবে সমুদ্র সৈকতে। যার কারণে এই গেম খেলতে আরো ভালো লাগবে।গেমটার গ্ৰাফিক্স, ব্যাকগ্ৰাউন্ড মিউজিক, এবং ইউজার টিউটোরিয়াল সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি কন্ট্রোল নিয়ে কোনো সমস্যা পাই নি, স্মুথ রান হয়েছে। বেশি ভালো লেগেছে এই গেমের গ্ৰাফিক্স কোয়ালিটি।
রেসিং গেম তো অনেক খেলেছেন, একবার এই গেমটা খেলে দেখুন আশা করছি ভালো লাগবে। এই গেমটার বেস্ট এক্সপেরিয়েন্স পেতে ইয়ারফোন ব্যবহার করুন।
আপনাকে রেস চলাকালীন গেমের Unknown Box কালেক্ট করতে হবে, এবং বক্সে কি রয়েছে সেটা ব্যবহার করে সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে পেছনে ফেলে কেউ সামনে এগিয়ে গেলে তাকে ডেভিল বল দিয়ে হিট করে রেস থেকে বের করে দিতে হবে, তবে হ্যাঁ এটা তখনই করতে পারবেন যখন সামনের রেসার আপনার নাগালের মধ্যে থাকবে।
যতটা সম্ভব দ্রুত গতিতে ছুটে যেতে হবে কারণ আপনার পেছনে যারা থাকবে তারাও আপনাকে ডেভিল বল মেরে রেস থেকে আউট করে দিতে পারে।
গেমটার সাইজ মাত্র ৮০ এমবি। কিন্তু গ্ৰাফিক্স নিয়ে কোনো অভিযোগ নেই, ক্লিন ইউআই।
গেমটার কিছু স্ক্রীনশর্ট দেখে নিন:
জানি এই পোস্ট ছোট হয়েছে, কিন্তু আমি এই গেমটা সম্পর্কে যতটুকু জানি, তার উপরেই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই গেমটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।Extra Tips: গ্ৰাফিক্স ডিজাইন কি?
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
The post কম এমবির মধ্যে উজ্জ্বল গ্ৰাফিক্সের অফলাইন রেসিং গেম। appeared first on Trickbd.com.