লিংক সহ The Shawshank Redemption hindi dubbed মুভি- যা আপনার জীবন পাল্টে দিতে পারে

সবার প্রিয় শখ থাকে, আমাদের কাছে কয়েকটা। ভ্রমণ করা, অ্যাডভেঞ্চারে যাওয়া, মুভি দেখা যার মধ্যে অন্যতম। মুভি দেখার শখটা অনেক আগে থেকেই। কারণ আমি নতুন কিছু শিখতে পছন্দ করি। আমি এমন কিছু মুভি পছন্দ করি, যাতে কিছু শেখা যায়।

আপনি কি হতাশ? আপনাকে কোন বিষয় মন খারাপ? আপনি কি মানসিক প্রেসারে আছেন? আজকে  আমার একটি এমন একটি প্রিয় মুভি সম্পর্কে বলব যেটা আপনার দেখা উচিত। আমি 53 বার দেখেছি

এই মুভিটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি, এমনকি IMDb-এর সর্বকালের শীর্ষ-রেটেড মুভি।  ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সর্বকালের শ্রেষ্ঠ মুভি The Shawshank Redemption

বিশেষ দ্রষ্টব্য: এই মুভিতে কোন অশ্লীলতা এবং বড় ধরনের কোনো ফাইটিং পাবেন না। নিজের জীবনটাকে সুন্দরভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই আপনার দেখা উচিত।

মুভিটার নাম “The Shawshank Redemption (1994)”. এই মুভিটা আমি 50 বার এর বেশি দেখেছি। হ্যাঁ একটি ইংলিশ মুভি, তবে আপনি বাংলা সাবটাইটেল করে দেখতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবে বাংলায় এই মুভিটির শর্ট স্টোরি দেখতে পারেন।

The Shawshank Redemption মুভি বিস্তারিত:

মুভির নায়ক একজন তরুণ ব্যাংকার। ১৯৪৬ সালে শশাঙ্ক জেলখানায় প্রবেশ করেন স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে। স্ত্রী হত্যার অভিযোগে তিনি কতটা নির্দোষ এটা ফুটে না উঠলেও যেটা সবার চোখে পড়ে সেটা হলো- তার নম্র আচরণ আর পরিচ্ছন্ন চিন্তাভাবনা। সেখানেই তার পরিচয় আর বন্ধুত্ব হয় কিশোর বয়সে রাগের মাথায় খুন করা অ্যাফ্রো-আমেরিকান ‘রেড’ নামের এক জেলখানার কয়েদির সাথে।

জেলখানার প্রথম ২ বছর খুবই খারাপ কাটে নায়ক অ্যান্ডির। গার্ডদের অনবরত উত্যক্ত করা, যৌন নির্যাতন, অমানুষিক নির্যাতন সব কিছুই মুখ বুজে সহ্য করতে হয় তাকে। পরিস্থিতি কিছুটা উন্নত হয় যখন তার ব্যাংকিং স্কিল কাজে লাগিয়ে।

কয়েক বছর পর অ্যান্ডিকে জেলের লাইব্রেরির দায়িত্ব দেয়া হয়। এখানেও অ্যান্ডি তার লেগে থাকার পরিচয় দেয় ৬ বছর। জেলখানায় নায়ক অ্যান্ডি সরকারের কাছে বই চেয়ে এতটাই চিঠি লিখেছে, সরকার বিরক্ত হয়ে চিঠি লেখা অফ করার জন্য সেই জেলের লাইব্রেরীতে বই কিনার জন্য টাকা টাকা দেয়।

‘The Shawshank Redemption’ মুভি হচ্ছে ব্লকবাস্টার, অ্যাকশন,  ফ্যান্টাসির, কিন্তু এক অদ্ভুত দৃঢ় একটি স্পিরিটের গল্প। যে গল্পের স্বাদ আপনি আগে পায়নি। গল্পের নায়ক ‘অ্যান্ডি’ সমাজ সিস্টেমের অন্যায়ের শিকার ছিল। সে মাথা নত না করে সেই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। বার বার মার খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। ১৯ বছর লড়াই করেছে। সে অনুভব করেছে। আশা করেছে।

এই মুভিটি আসল স্বাদ পেতে আপনাকে আমি অবশ্যই দেখার পরামর্শ দেব।

The Shawshank Redemption Hindi dubbed দেখতে 

মুভিটি দেখার লিংক সবার নিচে পেয়ে যাবেন

The post লিংক সহ The Shawshank Redemption hindi dubbed মুভি- যা আপনার জীবন পাল্টে দিতে পারে appeared first on Trickbd.com.

 লিংক সহ The Shawshank Redemption hindi dubbed মুভি- যা আপনার জীবন পাল্টে দিতে পারে

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form