[Hall Print] ডাউনলোড করে নিন সদ্য রিলিজকৃত থালাপাতি বিজয় এর নতুন মুভি বিস্ট। সাথে আমার রিভিউ।

বিস্ট ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তামিল ভাষার ব্ল্যাক কমেডি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যেটি রচিত ও পরিচালনা করেছেন নেলসন এবং প্রযোজনা করেছে সান পিকচার্স। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় এবং পূজা হেগড়ে, এছাড়াও সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন সেলভারাঘবন, যোগী বাবু প্রমুখ। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তারিখ নির্ধারিত হয়েছে ১৩ এপ্রিল ২০২২।যা আজ তামিল ভাষায় রিলিজ পেয়েছে।

মুভিটি তে অভিনয় করেছেনঃ

বিজয়

পূজা হেগড়ে

সেলভারাঘবন

যোগী বাবু

শাইন টম চাকো

জন বিজয়

সাজি চেন

ভিটিভি গনেশ ও আরো অনেকে।

মুভির কিছু স্ক্রিনশটঃ

 

এবার আসি কেনো আপনার দেখা উচিত মুভিটি।

মুভি নিয়ে আমার রিভিউঃ

BEAST

পরিচালকঃ নেলসন দিলীপকুমার

অভিনয়েঃ বিজয়, পুজা হেগডে, সেলভারাঘবান, ইয়োগী বাবু,রেডিন কিংসলে, ভিটিভি গনেশ, সাজি চেন, ফারুকি, আজিত ভিকাল।

সময়ঃ ২ ঘন্টা ৩৮ মিনিট

প্লটঃ প্রতিটি নিস্পাপ প্রাণই মুল্যবান। রাজনীতির কূটচালে কোন নিরীহ মানুষ আক্রান্ত হবে না এটাই “বাংলাদেশী” ছদ্মবেশে থাকা র এজেন্ট ভীরা রাঘবান এর মিশন।

রাষ্ট্র এর কাজ তাদের সাধারণ মানুষ এর সুরক্ষা দেয়া। সেখানে কোল্যাটেরাল ড্যামেজ এর নামে রাজানীতির মারপ্যাঁচে যখন সাধারণ নাগরিক আক্রান্ত হয় তখন একজন সৈনিক কি করবে সেটাই এ ছবির থিম। যে বা যারা বিজয় এর সাম্প্রতিক ইন্টারভিঊ দেখেছেন তারা এ ছবির প্লট রিলেট করতে পারবেন। বিজয় ও নেলসন জুটি বেশ কঠিন রাজনৈতিক বক্তব্যে, সুপরিকল্পিত একশন, স্ল্যাপস্টিক ও সিচুয়েশনাল কমেডি এর মাধ্যমে ফুল বিনোদনের গ্যারান্টিসহ এই ছবিতে তুলে এনেছেন।

আলতাফ চরিত্রে সেলভারাঘবান ছিলেন অসাধারণ। ইয়োগী বাবু,রেডিন কিংসলে, ভিটিভি গনেশ ছবির কমিক রিলিফ হিসেবে সংগত দিয়ে গেছেন যথাযথ। খল চরিত্রে আজিত ভিকাল ছিলেন নেলসনিয় প্রোটাগনিস্ট এর আদর্শ উপস্থাপন। অন্যান্য দক্ষিনী ছবির মত পূজা শুধুই আই ক্যান্ডি হয়ে থাকেননি, অভিনয়ের পাশাপাশি তার স্ক্রিন উপস্থিতিও বড়পর্দায় উপভোগ্য। ছোট একটি চরিত্রে অপর্ণা দাস ছিলেন চমৎকার। আর যারা ডক্টর দেখেছেন তাদের জন্যও রয়েছে ইস্টার এগ। ছোট ছোট অনেকগুলো জুটির একটাই উদ্দেশ্য ছিল আর তা হল বিজয়কে বিজয়ী করা। লো কি ডায়লগ ডেলিভারি, বরফ শীতল একশন, ঋজু কমিক টাইমিং এর সাথে হালকা রোমান্স, সব কিছু মিলিয়েই বিজয় তার ভক্তদের হতাশ করেননি।

সঙ্গীতে অনিরুধ একটাই প্রশ্ন তুলেছেন, আর সেটা হলো ,what will be his new high? মনোজ পরমহংস ক্যামেরায় নেলসনের ওয়াইড এঙ্গেল স্পেসকে যথাযথ ব্যবহার করেছেন। আর নির্মল এর সম্পাদনায় পুরো ছবি একবারের জন্যও ঝুলে পড়ে নি। অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ সুপরিকল্পিত ছিল আর তার সাথে যথাযথ ছিলো ভিএফএক্স। সবশেষে এটাই বলা যায়, নতুন বছরে বিজয় তার দর্শকদের জন্য ভালোই উপহার দিয়েছেন যাতে এই ছুটি তাদের কষ্টের পয়সা উসুল হয়।

রেটিংঃ ৩.৫/৫, ওভার দ্যা টপ একশন সিকোয়েন্স না হলে অনায়াসে ৪ দেয়া যেত। আর অপ্রয়োজনীয় গান বা দৃশ্য না থাকায় ৩ এর কম পাবার সুযোগ রইলো না।

বিঃদ্রঃ বিজয়ের মুখে জয় বাংলা, বাংলাদেশী দর্শকদের জন্য আলাদা ফ্যানবয় মোমেন্ট দেবে। তাই ৩.৫।

আপাতত তামিলে দেখুন।রাতের দিকে হিন্দি পেয়ে যাবেন।

নিচে MLWBD এর ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

ডাউনলোড লিংকঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

লিংক ক্রেডিট MLWBD.একটি পেজে দেওয়া হলো।

 

যেকোনো তুর্কি সিরিজ, মুভি দেখুনঃ এই সাইটে।

 

 

The post [Hall Print] ডাউনলোড করে নিন সদ্য রিলিজকৃত থালাপাতি বিজয় এর নতুন মুভি বিস্ট। সাথে আমার রিভিউ। appeared first on Trickbd.com.

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form