মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

 বর্তমানে সকল কাজকর্ম অনলাইনে করা যায় সবকিছু যেহেতু অনলাইনে করতে হয় তার জন্য আমাদেন বিভিন্ন অনলাইন কাগজপত্র রাখতে হয়। সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো নিজের পাসপোর্ট সাইজের ছবি যেটি এই করোনার সময় বাহিরে গিয়ে করাটা উচিত নয়।

কীভাবে আপনি আপনার নিচের হাতে মোবাইলটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেটি আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

বর্তমানে সকল চাকরির আবেদন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা সহ সকল অনলাইন কাজে আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন।

আর সেটি হয়তো আপনারা কেউই জানেন না কীভাবে মোবাইলে পাসপোর্ট সাইজের ছবি বানানো যায় আজ আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইলে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর উপায়ঃ

আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই আপনার নিজের বা অন্যের পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন।ছবিটি আপনার যেকোনো অনলাইন কাজে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যান এবং সেখানে সার্চবারে এটি লিখুন এবং একটি অ্যাপ আসবে এটি ইনস্টল করুন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

অ্যাপটি ইনস্টল হলে অ্যাপটি অপেন করুন এবং Start বাটনে ক্লিক করবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

ক্লিক করার পর আপনার কাছে একটি Configuration চাইবে এখানে Type এ দিবেন Passport এবং নিচে Country তে দিবেন Bangladesh এবং আপনার যে ফটোটিকে পাসপোর্ট সাইজ করতে চান সেটি সিলেক্ট করবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

ফটোটি সিলেক্ট করার পর ডানপাশে উপরে ঠিক চিহ্নে ক্লিক করবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

তারপর ফটোটিকে আবারো ঠিক চিহ্ন দিতে বলবে আবার আপনি ডানপাশে উপরে ঠিক চিহ্নে ক্লিক করবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

তারপর আপনার ছবিটাকে ক্রপ করতে বলবে এখানে আপনার পরিমান মতো ক্রপ করবেন এবং আবার ডানপাশে উপরে থাকা ঠিক চিহ্নে ক্লিক করবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

তারপর এখানে কিছু অপশন পাবেন Suite, bgcolor সহ অন্যান্য এখানে আপনি শুট এ দিলে বিভিন্ন টাই শুট যুক্ত করতে পারবেন এবং BGcolor এ ক্লিক করে আপনার বর্তমান ব্যাকগ্রাউন্ড কাট করে আপনার পচন্দমতো কালার দিতে পারবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

এসব যুক্ত করা শেষ হলে আপনি উপরে ডান পাশে ঠিক চিহ্নে ক্লিক করবেন।

এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা বানালেন সেটা দেখাবে এবার নিচে বাম পাশে দেখুন Save নামে একটি অপশন আছে এটিতে ক্লিক করে আপনার ফটোটি সেইভ করে নিবেন।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর নিয়ম

এই ফটোটি আপনি আপনার যেকোনো অনলাইন কাজে ব্যবহার করতে পারবেন এমনকী আপনি ইচ্ছে করলে আপনার এই ফটোটি আপনি প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর উপকারিতাও রয়েছে যেগুলো আপনার অনেক কাজে আসবে।

যেমন ধরুন আপনার কোনো একটি চাকরি বা অন্যকিছুতে আবেদন করতে হবে তখন এই আবেদন করাটি আপনি পারেন কিন্তু আপনার কাছে পাসপোর্ট সাইজের ছবি সেই তাহলে আপনাকে কম্পিউটারের দোকানে গিয়ে টাকা দিয়ে করতে হবে।

কিন্তু আপনার কাছে যদি এই ফটোটি থাকে তাহলে আর আপনাকে টাকা দিয়ে আবেদন করতে হবে না।

এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন মানে আপনার নিজের পচন্দমতো আপনার ছবিটিকে বানাতে পারবেন।

বিঃদ্রঃ এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সনে আরো অনেক সুবিধা পাবেন।{alertInfo}


বন্ধুরা আশা করছি এইভাবে আপনি চেষ্টা করলে নিজেই নিজের পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন।

এই পোস্টটি যদি আপনার একটুও পচন্দ হয় তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই পোস্টের কোনো অংশ বোঝতে অসুবিধা হয় তবে আপনার অসুবিধার কথাটি কমেন্ট করে জানাতে পারেন।

ধন্যবাদ পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আগামি পোস্ট পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form