হ্যালো Everyone / কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আমি আপনাদেরকে blogger দিয়ে url shortener website কিভাবে বানাবেন তা দেখাব ।
এর জন্য আপনার একটুও প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে না। কারণ সম্পূর্ণ ফ্রিতে url shortener website বানানোর Source Code আমি আপনাদের দেব ।
তাহলে আর দেরি কেন , চলুন শুরু করা যাক –
প্রথমে এই লিংকে প্রবেশ করে সোর্স কোড গুলো কপি করে নিন। (স্ক্রোল ডাউন করে নিচে গেলে কপি বাটন পেয়ে যাবেন)
- Demo Website – Url Shortener
- Url Shortener – Source Code
সোর্স কোড গুলো কপি করা হয়ে গেলে প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগইন করে প্রবেশ করুন ।
তারপর প্লাসে ক্লিক করে নতুন পোস্ট তৈরি করুন –
এবার সুন্দর করে একটা টাইটেল দেন –
এবার এই কলমের মত আইকন টাতে ক্লিক করুন –
দুইটা অপশন আসবে 1. Html Viwe 2. Compose View.
এখান থেকে Html Viwe এ ক্লিক করুন –
এবার এখানে উপরের লিংকের সাইট থেকে কপি করা Source Code গুলো এখানে পেস্ট করুন –
Source Code গুলো পেস্ট করা হয়ে গেলে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেন –
এবার চলুন দেখি আমাদের url shortener website দেখতে কেমন হয়েছে, এবং কাজ করে কি না।
Url Shortener টি কেমন হয়েছে দেখার জন্য থ্রি ডটে ক্লিক করে Viwe এ ক্লিক করুন –
এবার দেখুন আমাদের Url Shortener Website টি কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এবং ঠিকমত Url Short করেও দিচ্ছে –
বিশেষ দ্রষ্টব্য : এই ওয়েব সাইটটি rebrandly এর এপি আই ব্যাবহার করে বানানো হয়েছে। এখানে দেওয়া সোর্স কোড গুলো কোন জায়গা থেকে কপি করা হয়নি । আপনি চাইলে নিজের মত করে কাস্টমাইজ করতে পারেন ।
আজকের আর্টিকেল এখানেই শেষ । যদি কোন প্রব্লেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন / আল্লাহ হাফেজ
The post Blogger দিয়ে Url Shortener Website বানান মাত্র এক মিনিটে। appeared first on Trickbd.com.