আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো অসাধারণ একটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার ছবিকে বিভিন্ন ভাবে সাজাতে পারবেন।
আর এই ওয়েবসাইটটি AI দ্বারা পরিচালিত। আর আমরা জানি বর্তমান AI আমাদের অনেক কঠিনতম কাজকে খুব সহজ ভাবে খুব অল্প সময়ের মাধ্যমে নিখুত ভাবে করে দিতে পারে।আর এই ওয়েবসাইটটিতে অনেক গুলো টুলস রয়েছে যার মাধ্যমে আপনারা আপনার ছবি গুলোর কজ করতে পারবেন।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক
প্রথমে এই লিংকে ক্লিক করুন Clipdrops Website
এরপর এই ওয়েবসাইটে আপনারা অবশ্যই সাইন আপ করে নিবেন।
এরপর একটু নিচে স্ক্রল করলে আমরা অনেক গুলো টুলস/ক্যাটাগরি পাবো আমরা প্রথমেই ক্লিক করবো Stable Diffusion XL এ ক্লিক করবো
এরপর আপনার ফ্যাশন কিংবা যেকোন কিছু ছবি জেনারেট করতে পারবেন। যেমন আমি লিখলাম Anime অপশনে মার্ক করে Doremon এরপর Generat এ ক্লিক করলাম
দেখুন Doremon এর এনিমেশন ছবি জেনেরেট হয়েছে
এরপর আসি দ্বিতীয় টুলসে Uncrop
এই টুলসের মূল কাজ হলো আপনি আপনার ছবির মানুষটির কোন প্রকার ব্যাঘাত না ঘটিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডকে ছোট বড় করে নিতে পারবেন।যেমন আপনার ছবিটি Portaittসাইজের আপনি চাইছেন আপনার এই ছবিটি Landscape এর সাইজ করতে। আপনি যদি এই ভাবে রিসাইজ করেন তাহলে আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড সহ আপনার ছবিটি চ্যাপ্টা/মোটা/চিকন হয়ে যাবে।তাই আপনার ছবিটির সঠিক ভাবে রিসাইজ করার জন্য Uncrop এ ক্লিক করুন।
এরপর আপনার ছবি আপলোড করুন
দেখুন নিচে আপনি যে সাইজ বানাতে চান ঐখানে ক্লিক করুন আপনি চাইলে Custome এ ক্লিক করে আপনার ইচ্ছামতো রিসাইজ বানাতে পারেন।
দেখুন আমার ছবিটি আমাকে কোন প্রকার পরিবর্তন না করে আমার ব্যাকগ্রাউন্ডকে কত সুন্দর ভাবে বাড়িয়ে দিয়েছে।আমার ইমেজটি আগে portrait সাইজ ছিল আর আমি এখন Landscape সাইজ বানিয়েছি এর মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ড এর পরিবর্তন হলেও আমার ছবিটি কোন ভাবেই পরিবর্তন হয়নি।
তৃতীয় নম্বর টুলসে রয়েছে Reimagine XL.
এই টুলসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ছবিটির সাথে অন্য কোন ছবির মিল আছে কিনা।
আমাদের অনেক সময় মনে হয় আমার মতো কেউ আরেকজন আছে কিনা?যার চেহারা আমার চেহারার সাথে অনেক মিল আছে।আপনার এই রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য-ই রয়েছে এই টুলস।
প্রথমে Reimagine XL এ ক্লিক করুন
এরপর আপনার ছবি আপলোড করুন
দেখুন আমার ছবির সাথে এই ভাইটির চেহারা অনেক মিল রয়েছে।সাথে ব্যাকগ্রাউন্ড কালার একি কালারের হেয়ার স্ট্যাইল চোখ নাক ইত্যাদি প্রায় আমারি মতো।
চতুর্থ নাম্বার টুলসে রয়েছেStabble Doodle.
এই টুলসের মাধ্যমে আপনি আপনার আর্টকে জেনারেট করতে পারবেন।যেমন আপনি এই টুলসের বক্সে কিছু একটা আকলেন সেটি দেখতে কোন বস্তু/প্রানীর মতোন হয়েছে তা জেনেরেট করে আপনাকে দেখাবে।
কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে Stable Doodle এ ক্লিক করুন
এরপর সাদা একটি বক্স আসবে।উপরে দেখুন পেন্সিল ও রুলার অপশন রয়েছে।আমি এখন পেন্সিলে ক্লিক করে একটি গাড়ি আকবো
গাড়ি আকার পরে Generate এ ক্লিক করবো
দেখুন কি অবাক করা কান্ড আমার আকা গাড়ির মতোই AI গাড়িটি জেনেরেট করে দিয়েছে।যা সত্যি অসাধারণ।
পঞ্চম নাম্বার অপশনে রয়েছে Cleanup.
এই টুলস ব্যাবহার করে আপনার ছবির অনাকাঙ্ক্ষিত জিনিস গুলি রিমুভ করতে পারবেন।যেমন আপনার একটি ছবি অনেক ভাল আসছে কিন্তু আশেপাশে দু একজন থাকাতে ছবিটি দেখতে অনেক অসুন্দর লাগছে। এর জন্য আশে-পাশের লোক গুলো আপনি এই টুলসের মাধ্যমে সড়াতে পারবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক।প্রথমে Cleanup এই অপশনে ক্লিক করুন
এরপর আপনার ছবিটি আপলোড করুন
আপনি যে অনাকাঙ্ক্ষিত জিনিস গুলো রিমুভ করতে চান তার উপরে ব্রাশ করুন বা সিলেক্ট করুন এরপর Clean এ ক্লিক করুন
দেখুন আমার ছবিটির লোকটি রিমুভ হয়ে গেছে(তাড়াহুরার কারনে আমি ভাল ভাবে সিলেক্ট করেনি এর জন্য আমার ছবিটি ভাল ভাবে ক্লিন হয়নি।আপনারা খুব সুন্দর ভাবে সিলেক্ট করে Clean করে নিবেন)
ষষ্ঠ নাম্বারে রয়েছে Background Remove
এই টুলসের কাজ আমরা কম-বেশি সবাই জানি।
যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই টুলসে ক্লিক করুন
এরপর আপনার ছবি আপলোড করুন
ছবি আপলোড করার পর একটু অপেক্ষা করুন
দেখুন খুব সুন্দর ভাবে আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটি রিমুভ হয়ে গেছে।
সপ্তম নম্বরে রয়েছে Relight
এই টুলসের মাধ্যমে আপনার ছবির এক পাশে আপনার ইচ্ছামতো এক্সট্রা কালার করতে পারবেন।এরজন্য প্রথমে Relight এ ক্লিক করুন
এরপর আপনার ছবি আপলোড করুন
দেখুন ছবিটি কত সুন্দর কালারফুল হয়ে গেছে।আপনার চাইলে আপনাদের ইচ্ছামতো কাস্টমাইজড করে নিতে পারবেন।এরজন্য Light 1/Light 2/light 3 তে ক্লিক করে কালার পরিবর্তন সহ আলো বাড়ানো বা কমাতে পারবেন খুব সহজেই।
বন্ধুরা আর বাকি যে টুলস গুলো রয়েছে ঐ টুলস গুলো আমরা ফ্রীতে ব্যাবহার করতে পারবো না।এই টুলসগুলো ব্যাবহার করার জন্য টাকা পেইড করতে হবে কারণ এই টুলস গুলো পেইড ভার্শন।আর আমি যেগুলো টুলস নিয়ে আলোচনা করেছি এই টুলস গুলো ফ্রীতে সাধারণত ভাবে ব্যাবহার করতে পারবেন। আর এইচডি ফুল ভারশন ব্যাবহার করতে গেলে আপনাকে অবশ্যই পেইড করতে হবে।এর জন্য আমি সাজেস্ট করলাম ফ্রী গুলোই ব্যাবহার করার জন্য।
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
The post অসাধারণ একটি AI ওয়েবসাইট যেখানে আপনি আপনার ছবিকে বিভিন্ন টুলসের মাধ্যমে সাজাতে পারবেন(Use the tools on the clipdrop website to arrange the image) appeared first on Trickbd.com.