রিস্টার্ট এবং রিবুট এর মধ্যে পার্থক্য কি!! জেনে নিন বিস্তারিত

আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে 🥰

আমরা সচরাচর প্রায় সকলেই আছি যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন ব্যাবহার করে থাকি, বলতে গেলে এটি ছাড়া আমাদের দিনই খারাপ যায়।

আর বর্তমানে সব কিছুই অনলাইন সিস্টেম এর মধ্যে চলে আসছে তাই গ্রামীন থেকে শহর সব জায়গা তেই এই অ্যান্ড্রয়েড ফোন গুলোর বিচরণ।

সারাক্ষণ আমরা দেখা যায় ফোনে কোনো না কোনো কাজ করেছি, মেসেজ করা, ম্যাপ ব্যাবহার করা সহ আরো অনেক দরকারি কাজ করছি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে।

অনেক ক্ষেত্রে কোনো অ্যাপ আপডেট বা অন্য কোনো ক্ষেত্রে ফোন আমাদের রিস্টার্ট করতে হয়। আবার অনেকেই বলেন ফোন রিবুট করলে নাকি ফোনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

তবে ফোন রিবুট এবং রিস্টার্ট করার অর্থ কি? এই দুটি কি একই জিনিস নাকি আলাদা? চলুন জেনে নেওয়া যাক ফোনের রিবুট ও রিস্টার্টের মধ্যে পার্থক্য-

রিবুট কি

মূলত রিবুট হলো কোনো ডিভাইস এর নির্দিষ্ট হার্ডওয়্যার গুলো যখন তার কার্যক্ষমতা করতে পারে না তখন সেটিকে পুনরায় আবার আগের অবস্থায় নিয়ে আসে।

ফোন যদি কারণ ছাড়াই হ্যাং করে বা কোনো অ্যাপস ঠিক মত কাজ করে না সেই সময় ফোনকে রিবুট করা উচিত। যাতে আবার আগের অবস্থায় ফিরে আসে।

যখনই কোনো ডিভাইস যেমন, ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন ঠিক মত কাজ করবে না সেই সময় সেটিকে রিবুট করা উত্তম বলে গণ্য করা হয়।

রিস্টার্ট কি

মূলত ফোন রিস্টার্ট করা এর মানে টা হলো ফোন কে বন্ধ করে আবারো নতুন করে চালু করা বোঝাই। এর ফলে কিছু সেটিংস এর পরিবর্তন করে ফোন কে চালু করা হয়।

যেমন দেখা যায় ফোনের সফটওয়্যার আপডেট যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১২থেকে ১৩তে করতে চাচ্ছেন তখন আপডেট করা হয় গেলে ফোন রিস্টার্ট করে খুলতে হয়।

ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রেও কোনো সফটওয়্যার আপডেটের পর সেটিকে রিস্টার্ট করতে বলা হয়।

মূলত রিস্টার্ট আর রিবুট এর মধ্যে পার্থক্য গুলো এইসব। অনেকেই আছেন ২ টি কে একই মনে করেন তাদের ধারণা ভুল ছিল।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য Trickbd এর সাথেই থাকুন

The post রিস্টার্ট এবং রিবুট এর মধ্যে পার্থক্য কি!! জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.

 রিস্টার্ট এবং রিবুট এর মধ্যে পার্থক্য কি!! জেনে নিন বিস্তারিত

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form