চ্যাট জিপিটি এর ফিচার এইবার অ্যাপল এর স্মার্ট ওয়াচে!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমানে বিশ্বে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে,, তেমনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যেও আসছে।

বর্তমানে বিভিন্ন টেক জায়ান্ট এর সাথে পাল্লা দিয়ে দৃত জনপ্রিয়তা পেয়েছে হলো চ্যাট জিপিটি

দ্রুত সব প্রশ্নের নিখুঁত উত্তর এর জন্য বর্তমানে ভরসা যোগ্য হলো চ্যাট জিপিটি।

অ্যাপল এর প্রায় সকল জিনিষ বর্তমানে চ্যাট জিপিটি দিয়ে করা হচ্ছে সব কিছুই, এইবার অ্যাপল তাদের স্মার্ট ওয়াচ এ এই ফিচার নিয়ে আসলো।

চ্যাট জিপিটি ওয়াচ জিপিটি নামে অ্যাপস তৈরি করেছে যা দিয়ে অ্যাপল এর ওয়াচ গুলোতে ব্যাবহার করা যাবে চ্যাট জিপিটি সুবিধা।

এই জন্য অ্যাপল এর স্মার্ট ওয়াচে অ্যাপল এর অ্যাপ স্টোর থেকে ওয়াচ জিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

ইন্সটল করে সেট করতে হবে আপনার অ্যাপল ওয়াচে। তবে বড় এক সুবিধা হলো যে,,, অ্যাপল ওয়াচে

চাইলেই ভয়েস কমান্ড এবং টেক্সট ২ভাবেই ইউজ করা যাবে এই চ্যাট জিপিটি এর নতুন ফিচারগুলো।

ওয়াচজিপিটি অ্যাপটি অ্যাপল ওয়াচের হোম স্ক্রিনে আছে। সেখানে ট্যাপ করলেই সব চ্যাটবট ফাংশনালিটি ব্যবহার করা যাবে।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য TRICKBD এর সাথেই থাকুন

The post চ্যাট জিপিটি এর ফিচার এইবার অ্যাপল এর স্মার্ট ওয়াচে!! appeared first on Trickbd.com.

 চ্যাট জিপিটি এর ফিচার এইবার অ্যাপল এর স্মার্ট ওয়াচে!!

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form