ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে!!

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের জীবনে পড়াশোনা শুরু হয় ভালো কিছু করার আশা নিয়ে, বাংলাদেশের 85% মানুষ এই জন্য মূলত শিক্ষা গ্রহণ করে।

আমাদের সবার উচিত ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবার, সবার নিজস্ব ইচ্ছে থাকে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য।

বয়স 20 এর দিকে গেলেই আমাদের সকলের উচিত ক্যারিয়ার গড়তে ফোকাস করা। কিন্তু এই সময় টা অনেকেই অযথাই নস্ট করে।

যার ফলে পরবর্তী সময়ে তার সফলতা অর্জন করতে দীর্ঘ সময় লাগে। এবং পরবর্তী সময় ভালো ক্যারিয়ার না পেয়ে আফসোস করে।

আজকে বলবো কিভাবে ক্যারিয়ার কে উন্নত এবং সমৃদ্ধ করতে পারবেন।

তো চলুন বেশি না বলে পোস্ট শুরু করা যাক।

নেটওয়ার্কিং

ক্যারিয়ার গড়তে হলে ভালো নেটওয়ার্কিং এর দরকার, আপনি যদি সারাদিন বাড়িতে বসে চিন্তা করেন আপনার ভবিষ্যৎ ভালো কিছু হবে।

আপনি ভুল, এই জন্য যথেষ্ট আপনার নেটওয়ার্কিং দরকার, সবার সাথে কথা বলার বচন-ভঙ্গী এবং সার্বিক গুনাবলি দরকার।

সব সময় হাসি খুশি থাকা

মানুষ সব সময় হাসি খুশি মানুষ কে বেশি পছন্দ করে। যেই মানুষ সবার সাথে দ্রুত মিশে যেতে পারে তার সাথেই মানুষ যোগাযোগ করে বেশি।

যার ফলে ধীরে ধীরে নিজেকে সকলের মাঝে মেলে ধরা যায়, যা ক্যারিয়ার কে গুছিয়ে নিতে সাহায্য করে।

যেকোনো বিষয় কে ছোট করে দেখা যাবে না

আমাদের মধ্যে অনেকেই আছেন যেকোনো বিষয় কে ছোট করে দেখেন। কোনো চাকরি ছোট না,সেটাকে নিজের মত গড়ে নিতে হবে।

জীবনে একদিনেই সফলতা অর্জন করা সম্ভব না এই জন্য দীর্ঘ সময় এবং ত্যাগ স্বীকার করতে হয়। তাহলেই সফলতা অর্জন করতে পারা যায়।

নতুন কিছু শেখার ইচ্ছে না থাকা

আপনার মধ্যে যদি কখনো নতুন কিছু শেখার মত আগ্রহ বা ইচ্ছে না থাকে কোনোদিন ও আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন না।

আপনি যত বেশি শিখবেন চাকরির বাজারে দাম তত বাড়বে আপনার। সুতরাং নতুন কিছু সব সময় শেখার সুযোগ থাকলে সেই সুযোগ হাত ছাড়া করবেন না।

সঞ্চয় না করা

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সঞ্চয় বা সেভিংস করতে চান না, এবং দেখা যায় তারাই জীবনে সমস্যা এর সম্মুখীন বেশি হয়।

তাই শিক্ষা জীবন থেকেই নিজেদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার চেষ্টা করতে হবে।

মূলত নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার কে গড়ে তোলার জন্য এইসব বিষয় মাথায় রাখতেই হবে।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে খুব জলদি ততক্ষন পর্যন্ত TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে!! appeared first on Trickbd.com.

 ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে!!

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form