ট্রিকবিডির ন্যাটিভ ওয়েব, TrickBd native web app coming

ট্টিকবিডি ওয়েব আ্যাপ, TrickBD Web App Making.

আসসালামু আলাইকুম।

আমরা সবার সুবিধার জন্য, সবার কথা ভেবে, ট্রিকবিডির একটি ন্যাটিভ ওয়েবসাইট আ্যাপ্লিকেশন বানাচ্ছি, আসা করছি ট্রিকবিডির অফিশিয়াল আ্যাপের থেকে, এটাতে আপনারা আরোও ভালো পারফাম্যান্স এবং ভালো এক্সপেরিয়েন্স পাবেন।

 

ট্রিক বিডি অফিসিয়াল আ্যাপ এবং এটির মধ্যে কিছু পার্থক্য বা, আমি ব্যবহার করতে যেয়ে, যে বাগ গুলো পেয়েছি, সেগুলো তুলে ধরা হলোঃ

 

ট্রিকবিডি অফিসিয়াল আ্যাপ মাঝেমধ্যে হ্যাং করে,

ট্রিকবিডি Offical App এ Profile এ ক্লিক করলে, আ্যাপ Exit হয়ে যায়,

 

ট্রিকবিডির অফিসিয়াল আ্যাপ লোডিং হতে কিছুটা দেরি হয়,

 

ট্রিকবিডি অফিসিয়াল আ্যাপ,মাঝেমধ্যে ক্রাস করে।

 

 

আর আমরা ট্রিকবিডি ওয়েব কে নিয়ে, যে ন্যাটিভ আ্যাপ বানাচ্ছি, উপরে যে,যে সমস্যা গুলোর কথা বলা হয়েছে,

 

এগুলা একটা সমস্যা ও আমাদের আ্যাপে থাকবে নাহ।

 

আমরা আপনাদের সুবিধার জন্য, আ্যাপে ডার্কমোড সিস্টেম ও করে দিছি।

ইভেন, বিশেষ করে, আমার নিজেরেই বার,বার ব্রাউজার ভিজিট করে, পোস্ট দেখা, এবং পোস্ট করা বিরক্তিকর লাগে, সেখান থেকেই এটা বানানো।

আমার মত যারা অথর আছেন, তারা এটার মাধ্যমে, খুব সহজেই পোস্ট করতে পারবেন, ব্রাউজারের থেকে ভালো এক্সপেরিয়েন্স পাবেন, ইন্নাশাহ আল্লাহ।

 

এবং যারা, পোস্ট রিডার, বা কন্ট্রিবিউটার আছেন, তাদের জন্য ডার্কমোড ফিচার, এবং সম্থুতনেচ অনেক কাজে লাগবে। অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন।

শুধু তাই নয়,একজন অথর এবং একজন পোস্ট রিডার এর জন্য যা,য় লাগে, সব অপশন হাতের কাছেই, 3dot menu তে, 

যুক্ত করে দেওয়া হবে।

 

আরও কি,কি যুক্ত করলে ভালো হবে, আইডিয়া দিতে পারেন।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মন চাইলে যুক্ত হতে পারেন। জয়েন হতে ক্লিক করুন।

সবাই ভালো থাকবেন।

~ আল্লাহ হাফেজ।

 

 

The post ট্রিকবিডির ন্যাটিভ ওয়েব, TrickBd native web app coming appeared first on Trickbd.com.

 ট্রিকবিডির ন্যাটিভ ওয়েব, TrickBd native web app coming

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form