প্রিয় পাঠক, আপনি কি Realme GT Neo 3T এই ফোনটির ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছেন? বাজেটের মধ্যে একটি সেরা গেমিং ফোন হচ্ছে Realme GT Neo 3T। কি নেই এই ফোনে, সকল ফিচার নিয়ে ডিজাইন করা হয়েছে এই ফোনটি। এই ফোনের সবচেয়ে বেশী ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনের চার্জিং। বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে এই ফোনে না কি মাত্র ২৪ মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপার নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যেমে আমরা আপনাদের Realme GT Neo 3T ফোনটির শর্ট রিভিউ নিয়ে আলোচনা করব। এই ফোনের ভালো দিক এবং মন্দ দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন Realme GT Neo 3T বাংলা রিভিও দেখে নিই। বাজেটের মধ্যে কি এই ফোন কেনা ঠিক হবে কি না তা জেনে নেই।
Realme GT Neo 3T বাংলা রিভিও
৬.২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে হাজির হয়েছে Realme GT Neo 3T এই ফোনটি। যেটির রিফ্রেশ রেট রয়েছে ১২০hz এছাড়াও ফোন টিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।যা একটি মিড এবং হাই লেভেল গেমের জন্য একদম উপযুক্ত। আর এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ফোনে মাত্র ৩০ মিনিটে ফুল চার্জ হয়। যেটা এই বাজেটে ঠিক আছে। ফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটির ফটো এবং ভিডিও এর কোয়ালিটি অনেক ভালো।
Realme GT Neo 3T ফোনের ভালো দিক
এই ফোনের বাজেট অনুযায়ী ফোনটিতে সকল কিছু যুক্ত করা হয়েছে। ফোনটিতে ৬.২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা লো লাইট এবং উচ্চ লাইটে ভালো কোয়ালিটিতে স্ক্রিন দেখা যাবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে যা একটি ভালোমানের গেমিং প্রসেসর। এই প্রসেসর দিয়ে মিড লেভেলের এবং হাই গ্রাফিক্স লেভেলের গেম ভালোভাবে খেলা যাবে। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিকিউরিটি।ফোনটিতে ৫০০০ এমএএইচ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা একজন সাধারণ ইউজারের কাছে অনায়াসে ১ থেকে ২ দিন ভালোভাবে চলে যাবে। ফোনের ব্যাক ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এবং ফন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল যার ভিডিও এবং ইমেজ কোয়ালিটি অনেক ভালো। আপনাদের সামনে এই ফোনের ভালো দিকগুলো তুলে ধরেছি।
Realme GT Neo 3T ফোনের খারাপ দিক
এই ফোনে বাজেট অনুযায়ী ভালো দিক অনেক আছে। তবে এই ফোনের অনেকগুলো ভালো দিক থাকলেও অনেকগুলো খারাপ দিক আছে। যা আমি ব্যক্তিগত মতামত আমি ব্যক্ত করছি, প্রথমেই আমি বলব এই ফোনটিতে আর একটি ভেরিয়েন্ট বের করা উচিত ছিল ফোনটিতে মাত্র একটি মাত্র ভেরিয়েন্ট আছে যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি রোম। এবং ফোনটির দাম তুলনামূলকভাবে অনেক বেশী। আমার মতে এই ফোনের আর একটি ভেরিয়েন্ট বের করা উচিত সেখানে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রোম ব্যবহার করে দাম একটু কম রাখা উচিত। এটা সম্পূর্ণ আমার মতামত দিলাম। আপনাদের মতামত কমেন্ট করে আপনারা আমাদের জানাতে পারেন।
আরো পরুন :এইচএসসি পরীক্ষা ভালো করার উপায়
Realme GT Neo 3T Full Specifications
Colors | Shade Black, Drifting White & Dash Yellow |
Connectivity | 2G, 3G, 4G, Dual Nano SIM, dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot, v5.0, A2DP, LE,
|
Body | Front Glass & Plastic Body
|
Display | Size:6.62 inches, 105.8 cm2
Resolution: 1080 x 2400 pixels( 398 ppi density) Technology: AMOLED Touchscreen Punch-Hole Display
|
Back Camera | 64 MP, f/1.8, 25mm (wide), 1/1.73″, 0.8µm, PDAF
|
Font Camera
Performance, Ram & Processor
|
16 MP, f/2.5, 26mm (wide), 1/3.09″, 1.0µm
Ram: 8GB Processor: Qualcomm SM8250-AC Snapdragon 870 5G (7 nm) |
Storage | 128GB/256GB |
Security | pattern, pin, password,
fingerprint and face unlock etc |
Other Features | – SMS(threaded view), MMS, Email, Push Email, IM
– XviD/MP4/H.265 player – MP3/WAV/eAAC+/Flac player – Photo/video editor – Document viewer
|
Battery | 5000 mAh |
Realme GT Neo 3T দাম কত
8GB+128GB- 45,000 Taka
শেষ কথাঃ Realme GT Neo 3T বাংলা রিভিও
পরিশেষে আমি কিছু কথা বলতে চাই, আজকের আলোচনায় আমি আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি Realme GT Neo 3T বাংলা মোবাইল রিভিউ নিয়ে। আপনাদের বাজেট যাদের ৪০হাজার থেকে ৪৫ হাজার টাকার আশেপাশে তারা এই ফোনটি কিনতে পারেন। এই ফোনে আপনি সকল ধরনের ফিচার পেয়ে যাবেন। যা বর্তমানে মার্কেটে এই দামে অন্য ফোনে এত ফিচার আপনি নাও পেতে পারেন।
এ পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার সাইটে যেটা আমার নিজের লেখা ভালো লাগলে আমার সাইট টিতে ঘুরে আসতে পারেন
ধন্যবাদ!
Trickbd এর সাথে থাকুন।
The post Realme GT Neo 3T আধা ঘন্টারও কম সময়ে ফুল চার্জ? | বাংলা শর্ট রিভিউ। appeared first on Trickbd.com.