আসসালামু আলাইকুম !
ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
আপনি যদি ফোনের স্ক্রিন এর যেকোনো জায়গায় Gesture লাগাতে চান তাহলে খুব সহজেই আপনি সেটা করতে পারবেন।
অনেকেই Gesture লাগানোর জন্য অনেক লাঞ্চার ব্যবহার করেন। এই খানে সেটার কোনো দরকার নাই। আপনি সহজেই আপনার হোম স্ক্রিন এর যেকোনো জায়গায় Gesture লাগিয়ে আপনার প্রয়োজনীয় অ্যাপস সহজেই খুঁজে পাবেন, আপনার ফোনের কুইক সেটিংস পেয়ে যাবেন।
আপনাকে বার বার মেনু ওপেন করে বা সার্চ করে অ্যাপ খোঁজা লাগবে না। অনেকের ফোনের এই সুবিধা দেওয়া থাকে, আমারও আছে। কিন্তু যাদের ফোনে নাই তাদের জন্য ভালো হবে এটা।
এই কাজের জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা আপনি play store এই পেয়ে যাবেন।
অ্যাপ এর নাম হলো: Full Screen Gestures
প্রথমে অ্যাপ ওপেন করে দরকারি অনুমতি দিয়ে দিন। তারপর Get Started করে দিন।
এরপর আপনি তিনটা অপশন পেয়ে যাবেন। Left Edge, Right Edge, Bottom Edge
আপনার যেটা দরকার সেটা সেট করে নিন। আপনার সুবিধামত।
আপনি ইচ্ছা করলে অ্যাকশন সেট করতে পারবেন, আবার ইচ্ছা করলে অ্যাপস ও সেট করতে পারবেন।
আপনার সেটিংস করা হয়ে গেলে অ্যাপ থেকে বেরিয়ে হোম স্ক্রিন এ যান।
ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনি Gesture ব্যবহার করে আপনার কাজকে আরো সহজ করুন।
এই ছিলো আজকের ছোট্ট পোস্ট। যা হয়তো আপনার কাজে লাগতে পারে কোনো সময়।
Airtel Free Internet Offer 20GB-26GB Data
নিচের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে নিন। ↓
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d
The post Home Screen এ সেট করুন Gestures কোনো Launcher ছাড়াই ! appeared first on Trickbd.com.