বিকাশ কিঃ বিকাশ বাংলাদেশের ব্যাংকিং সুবিধার আওতাধীন ও বহির্ভূত উভয় শ্রেণীর মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট এবং অর্থ স্থানান্তর পরিষেবাগুলি নিরাপদ, সুবিধাজনক এবং সহজ উপায় সরবরাহ করে।
বিকাশ ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এবং মানি ইন মোশন এলএলসি, ইউএসএ এর একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে।
আজকের অফার হচ্ছে বিকাশ থেকে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিন ১০ টাকা ক্যাশব্যাক।
তবে এই অফার সবার জন্য নয়। যাদের বিকাশ-অ্যাপে নোটিফিক্যাশন আসছে অথবা এসএমএস আসছে তারাই কেবল এই অফার এর জন্য এলিজিবল থাকবে।
তাই অফার টি নেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিবেন।
এখন প্রশ্ন যদি এরকম ই হয় তাহলে আপনার এই পোস্ট করার কি দরকার পড়লো, সবার তো তাহলে জানার কথা।
উত্তর না, এসএমএস বা নোটিফিক্যাশন আসার পরেও সবার ওখানে পৌছায় না। আবার কেউ কেউ হয়তো অনেক নোটিফিকেশন এর ভিরে দেখতেই পান না বা একসাথে সব নোটিফিক্যাশান ডিলেট করে দেন, তাই কেউ কেউ জানতে পারে না কিন্তু ট্রিকবিডি নিয়োমিতো ভিজিট করে, তাহলে এই অফার সম্পর্কে জানতে পারবে।
অফার টি আপনার জন্য প্রযোজ্য আছে কিনা তা জানার জন্য সিম্পলি বিকাশের লাইভ চ্যাট থেকে একটু জেনে নিবেন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
আর হ্যা, পোস্টটি কারো অপছন্দ হলে অযাথা গালিগালাস করবেন না, এতে ট্রিকবিডি কমিউনিটি খারাপ হতে পারে। নতুন ইউজার রা ব্যাড রিভিউ করতে পারে। তাই আসুন সবাই সংযত ভাষায় কথা বলি।
একান্ত অপছন্দ হলে রিপর্ট করতে পারেন।
The post বিকাশ থেকে ২০ টাকা মোবাইল রিচার্জ করে নিন ১০ টাকা ক্যাশব্যাক। appeared first on Trickbd.com.