অবশেষে মুক্তি পেল অ্যাভাটার ২ সিনেমার অফিসিয়াল ট্রেইলার- সিনেমা মুক্তি কবে?

ব্লকবাস্টার সিনেমা অ্যাভাটার বৈজ্ঞানিক গল্প কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০৯ সালে! এক দশক ধরে বৈশ্বিক বক্স অফিসে আলোরন তোলা সিনেমা ছিল এটি।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল অ্যাভাটার ২ এর অফিসিয়াল ট্রেলার! আর ট্রেলার প্রকাশিত হওয়ার পরপরই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে ট্রেলার টি নিয়ে।

পরিচালক জেমস ক্যামেরন এবার দর্শকদের পানির নিচের মহাজাগতিক দুনিয়া দেখাতে যাচ্ছেন, সোনা গেছে ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার দৈর্ঘ্য হবে ৩ ঘন্টার বেশি।

অ্যাভাটার মুক্তির পর ২০১০ সালেই সিনেমাটির দুই সিকুয়েল ঘোষণা করেছিলেন পরিচালক! জানিয়েছিলেন প্রথম টি মুক্তি পাবে ২০১৪ সালে কিন্তু কাজ অসম্পূর্ণ থাকাই বারবার মুক্তির পরিকল্পনা পিছিয়ে যায়।

শেষ পর্যন্ত আগামী ১৬ই ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

তো যারা এখনো এই বিগ বাজেট সিনেমার ট্রেলার টি দেখেননি তারা নিচে থেকে দেখে নিতে পারেন।

তো এই সিনেমাটি দেখার জন্য আমার মত কে কে অপেক্ষা করছেন ? নিচেই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই বন্ধু-বান্ধবের সাথে পোস্টটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকুন আল্লাহ হাফেজ।
Avatar 2 যেভাবে পাল্টে দিবে বিশ্ব সিনেমার টেকনোলজি- PocoBD.Com

চোখ ধাঁধানো টেকনোলজির কিছু স্মার্ট গ্যাজেট- PocoBD.com

The post অবশেষে মুক্তি পেল অ্যাভাটার ২ সিনেমার অফিসিয়াল ট্রেইলার- সিনেমা মুক্তি কবে? appeared first on Trickbd.com.

 অবশেষে মুক্তি পেল অ্যাভাটার ২ সিনেমার অফিসিয়াল ট্রেইলার- সিনেমা মুক্তি কবে?

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form