গণিতের বিভিন্ন ভগ্নাংশীয় ফাংশানের বিপরীত ফাংশান বের করুন এক নিমিষেই

এখন গনিতের যেকোন ফাংশানের বিপরীত ফাংশান বের করে ফেলুন এক নিমেষেই

সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আর্টিকেলে । আজ শিক্ষণীয় একটি বিষয় নিয়ে হাজির হয়েছি । তো বন্ধুরা
চলুন বিষয়টি সম্পর্কে একটু জেনে আসা যাক ।

আজ আমি শেখাব গণিতে ও উচ্চতর গণিতের বিভিন্ন ফাংশানের বিপরীত ফাংশান বের করা । তো চলুন শিখে নেওয়া যাক । মনে করুন, নিচের দেওয়া ছবিটি একটি ফাংশান । এই ফাংশানটির বিপরীত ফাংশান নির্ণয় করতে হবে । আমরা খুব সহজেই তা করতে পারব ।

এই জাতীয় ভগ্নাংশীয় ফাংশানের ক্ষেত্রে লবের চলকের ধ্রুব পদ এবং হরের হরের সংখ্যার মধ্য অদল-বদল করে দিব । আমাদের ছবিতে দেওয়া ফাংশানের ভগ্নাংশটিতে লবের চলকের ধ্রুব পদ হলো ‘4’ এবং হরের সংখ্যাটি হলো ’15’ । অর্থাৎ বিপরীত ফাংশানের সময় চলকের ধ্রুব পদ হবে ’15’ হরের সংখ্যাটি হবে ‘4’ । তাহলে বিপরীত ফাংশান বেরা করা হয়ে যাবে ।


এরকম আরও একটি উদাহরণ নিচে দেওয়া হলোঃ

এভাবে আমরা এই জাতীয় ভগ্নাংশীয় ফাংশানের বিপরীত ফাংশান বের করতে পারব । এটি MCQ-এর জন্য প্রযোজ্য । এতে আপনার সময় বাঁচাবে । ধন্যবাদ ।

CREDIT GOES TO “10MINUTESCHOOL”

The post গণিতের বিভিন্ন ভগ্নাংশীয় ফাংশানের বিপরীত ফাংশান বের করুন এক নিমিষেই appeared first on Trickbd.com.

 গণিতের বিভিন্ন ভগ্নাংশীয় ফাংশানের বিপরীত ফাংশান বের করুন এক নিমিষেই

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form