আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় পাঠকগন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশা করি এই আর্টিকেল টি পরে উপকৃ্ত হবেন।
টিন (TIN) সার্টিফিকেট কি?
টিন সার্টিফিকেট কি আপনি জানেন? টিন হল ট্যাক্স-পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার TIN (Taxpayer Identification Numbers) হলো ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর, যা সংশ্লিষ্ট কর অফিস প্রদান করে। কর নিয়ন্ত্রনে এই সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
TIN (Tax Identification Number) এটি রাজস্ব বোর্ড থেকে দেওয়া হয় এটাকে পরিচয়পত্র বলা যায়। আপনার একটি ইউনিক TIN নাম্বার থাকবে (যা কারো সাথে ম্যাচ করবে না) যা ব্যবহার করে সহজেই আপনি আপনার আয়কর দিতে বা আয়কর মুক্ত হলে তার একটি লিখিত কাগজ পেতে পারেন।
এই সার্টিফিকেট জমি ক্রয় বা ফ্ল্যাট ক্রয়ে প্রয়োজন হয়। শুধু জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার আয়কর বিবরণ জানা যায় না। তাই এই সার্টিফিকেট প্রয়োজন হয়। এর জন্যই টিন সার্টিফিকেট গুরুত্বপূর্ণ।
টিন সার্টিফিকেট কেন প্রোয়জন?
- আমদানি করার ক্ষেত্রে আমদানিপত্র রেজিস্ট্রেশন করার জন্য
- বিভাগীয় জেলা শহর অথবা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য
- মাল সরবরাহ, চুক্তিনামা অথবা অন্যান্য যেকোনো বাণিজ্যের দরপত্রের জন্য
- সাধারণ বীমা তালিকাভুক্তকরণ অথবা লাইসেন্স নবায়ন করার জন্য
- এক লাখ টাকার ওপরে সিটি করপোরেশনভুক্ত অঞ্চলে যেকোনো জমি বা ভবন রেজিস্ট্রেশনের জন্য
- ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে।
- কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য
- ড্রাগ লাইসেন্সের জন্য
- যেকোনো ব্যবসায়িক সমিতির সদস্য হওয়ার জন্য কিংবা সদস্যপদ নবায়ন করার জন্য
- আইএসডি টেলিফোন সংযোগের জন্য
আরও পড়ুনঃ কিভাবে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করবেন জানুন — ২০২২
আরও পড়ুনঃ Banglalink internet offer 7 days
এছাড়াও আরো অন্যান্য নানারকম কাজে সার্টিফিকেট দরকার হয়ে থাকে বর্তমান সময় টিন সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি এখনো টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে কিন্তু আপনার না অনলাইনে মাধ্যমে করতে পারবেন।
তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ট্রিক বিডি ওয়েবসাইটটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ।
The post টিন (TIN) সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট কেন প্রোয়জন? appeared first on Trickbd.com.