আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন
আশা করি ভাল আছেন ,আমিও আলহামদুলিল্লাহ
ভালো আছি তাই আজকে আবার চলে আসলাম ,
আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে
আজকের পোস্টের বিষয়বস্তু হচ্ছে
আপনারা আপনাদের নিজের উপায় একাউন্ট থেকে
নিজের নাম্বারে ২০ টাকা রিচার্জ করলে পাবেন ২০ টাকা
ক্যাশ রিওয়ার্ড,,
উপায় হচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধমান একটি
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটি ২০২১ সালে
চালু হয় এরপর থেকে আস্তে আস্তে গ্রাহক সংখ্যা
বাড়তে থাকে উপায় এর ।
বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এর জন্য উপায়
এর গ্রাহক বাড়তে থাকে,
উপায় এর বড় একটি সুবিধা হল এখানে ,
ফিচার ফোন এবং এন্ড্রয়েড ফোন এর এপ্স থেকেও
ক্যাশ আউট চার্জ মাত্র হাজারে 14 টাকা
উপায় বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিয়ে থাকে
তাদেরকে গ্রাহককে আকৃষ্ট করার জন্য,
উপায় বর্তমান সময়ে একটা অফার দিচ্ছে সেটি হচ্ছে
নিজ নাম্বারে যদি ২০ টাকা রিচার্জ করা হয় তাহলে
২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ রিওয়ার্ড দেওয়া হচ্ছে,
আপনারা চাইলে সরাসরি ইউএসডি কোড
এবং অ্যাপসের মাধ্যমেও নিতে পারেন ,
আমি মোবাইল রিচার্জ করেছি, রিচার্জ করার পরে
ক্যাশ রিওয়ার্ড পেয়েছি, তবে অফারটি সবার জন্য নয়
যাদের ফোনে এমন এসএমএস এসেছে
শুধুমাত্র
তারাই পাবেন ২০ টাকা রিচার্জ করলে
২০ টাকা ক্যাশ রিওয়ার্ড,
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)
এই যে লিংক,,
আরও পড়ুনঃ Ps cc 2019 for Android
আরও পড়ুনঃ টাইগার মুরগির ঔষধের তালিকা | টাইগার মুরগির ভ্যাকসিন তালিকা
The post উপায় থেকে নিজ নাম্বারে ২০ টাকা রিচার্জ করে পেয়ে যান ২০ টাকা ক্যাশব্যাক!! appeared first on Trickbd.com.