প্রশ্নোত্তর সাইটের থীম এডিট, প্লাগিন আপলোড, পেইজ তৈরি

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।

প্রশ্নোত্তর সাইটের থীম ইডিট, পেইজ তৈরি, প্লাগিন আপলোড কিভাবে করবেন দেখে নিন।পোস্টটা একজন করতে রিকুয়েষ্ট করেছে, তাই করলাম।তবে এই বিষয়গুলো কম বেশি আমরা সকলেই জানি।যে কিভাবে থীম এডিট করতে হয়, প্রয়োজনীয় পেইজ তৈরি করতে হয় এবং সিপ্যানেলে কিভাবে প্লাগিন আপলোড করতে হয়।তাই যারা জানি তারা এই পোস্টটি এড়িয়ে চলি।অযথা নেগেটিভ মন্তব্য না করার অনুরোধ করছি।আমি একজনের অনুরোধে পোস্টটি করলাম, যা স্ক্রিনশটে দেখতে পারছেন নিশ্চয়।

এখন এইগুলো যারা জানুন, তাদের জন্য এই পোস্ট নয়।যারা একদম নতুন প্রশ্ন ও উত্তর সাইটে তাদের জন্যেই মূলত এই পোস্টটি লেখা।তাই ট্রিকবিডির সিনিয়র ভাইদেরকে বলবো ছোট ভাই মনে করে অনুপ্রেরণামূলক কমেন্ট করুন।যাতে ভবিষ্যতে ভালো কিছু করার এবং উপহার দিতে পারি প্রিয় ট্রিকবিডিতে।যদিও আমি তেছন কিছু জানি না।তাই আমার যতটুকু জ্ঞান আছে তা ট্রিকবিডির কাছে শেয়ার করবো।আর প্রচুর শেখার ইচ্ছা রয়েছে এর সিনিয়র অথোর ও বড় ভাইদের থেকে।আশা করি আপনারা সেই আগের ট্রিকবিডিকে আবার পুনরায় ফিরিয়ে দিবেন।কারণ বর্তমানে এটি আগের মতো আর নেই, অনেক কিছু বদলে গেছে।এখন আর কেউ ফ্রি নেট, ভালো টিপস শেয়ার করছে না।যার ফলে ট্রিকবিডি প্রচুর ভিজিটরসও হারাচ্ছে।এটি আমার ব্যক্তিগত মতামত পেশ করলাম আরকি, আপনার মতামতটিও মন্তব্যে দিবেন আশা করছি।
আমার মনে হয়, এই পোস্টে নতুন প্রশ্নোত্তর ওয়েবসাইটে যারা কাজ করেন তারা কিছু হলেও জানতে পারবেন।তো প্রথমেই কিভাবে আপনার সাইটে প্লাগিন আপলোড করবেন সেটা দেখাবো।
শুরুতেই চলে যান আপনার সিপ্যানেলে, এবার একটু নিচে দেখুন ফাইল ম্যানেজার রয়েছে।সেখানে ক্লিক করুন-
এখন ডেক্সটপ মুড অন করে নিন এবার নিচে স্ক্রল করে public html ফাইলে ক্লিক করুন এখন প্লাগিন ফাইলে আপনার কাংক্ষিত প্লাগিনটি আপলোড করে ফেলুন। তবে এখানেই কাজ শেষ নয়, এবার আপলোড করা ফাইলটির উপরে চাপ দিয়ে ধরে extract করে নিন।এখন আগের জিপ আকারের ফাইলটি ডিলেট করে দিন।কাজ শেষ আপনার প্লাগিন একটিভ হয়ে গেছে।এবার আপনি চাইলে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রশাসন মুডে বন্ধ অথবা চালুও করতে পারবেন।
তাহলে এবার কিভাবে পেইজ বা পৃষ্ঠা তৈরি করবেন।প্রথমে প্রশাসনে যান, তারপর পৃষ্ঠা বা page লেখায় ক্লিক করুন। এরপরে নিচের মতো ক্লিক করে পেইজটি তৈরি করে নিন। তাহলেই আপনার পৃষ্ঠাটি তৈরি করা হয়ে যাবে।
তো এখন প্রশ্নোত্তর সাইটের থীম কিভাবে ইডিট করবেন, সেটা বলি।যদিও অনেকেই এটি পারেন, একজন বলেছে পোস্টটি করতে তাই করলাম।আগের মতোই আপনার সিপ্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে চলে যান।এবার ডেক্সটপ মুড অন করে পুনরায় public html এ যান।এরপর css ফাইলে চাপ দিয়ে ইডিট অপশন সিলেক্ট করে আপনার মন মতো ইডিট করে নিন এখান থেকেই।
আপনার যদি কোন ওয়েবসাইট থাকে, তাহলে তার এসইও চেক করে নিন এখুনি নিচের সাইট হতে তাও ফ্রিতে।এছাড়াও এই এসইও বঙ্গতে রয়েছে নানা রকম ফিচার যা আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয়।এখান থেকে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনার আর্টিকেলটি কপিমুক্ত কিনা সেটিও জানতে পারেন খুব সহজেই।সাথে আরো আকর্ষণীয় ফিচার পাবেন ফ্রিতেই।একটা কথা বলা জরুরি এই এসইও বঙ্গ একটি বাংলাদেশী এসইও চেকার টুলস।
লিংকঃ এসইও বঙ্গ
তাহলে আজকে এখানেই বিদায় বলা, সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

The post প্রশ্নোত্তর সাইটের থীম এডিট, প্লাগিন আপলোড, পেইজ তৈরি appeared first on Trickbd.com.

 প্রশ্নোত্তর সাইটের থীম এডিট, প্লাগিন আপলোড, পেইজ তৈরি

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form