আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd মেম্বার কেমন আছেন সবাই।
আশা করছি ভালোই আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
সবার ঈদ কেমন কাটলো?
আশা করছি ভালোই মজা মাস্তি হয়েছে।
প্রতি ঈদে বাংলাদেশের সকল বিনোদন শিল্পীরা আমাদের
ঈদে তাদের অনুষ্ঠান এর মাধ্যমে বিনোদন দিয়ে থাকে।
এই ঈদে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এর
সিন্ডিকেট মুক্তি পেয়েছে।
যা দর্শক মহলে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে।
সিন্ডিকেট এর গল্প হলো,,
অ্যাসপর্গাস রোগে আক্রান্ত আদনান হলেন
আইটি অফিসার। তার ব্যাংকের অন্য সব
ব্যাক্তি বর্গ দের নিয়ে এই গল্প।
যখন ট্রেইলার পাবলিশ হয় বোঝা যায়
এইটাতে ব্যাংকিং সেক্টর এর বিভিন্ন সিন্ডিকেট বা দুর্নীতি
নিয়ে এই সিন্ডিকেট ওয়েবসীরিজ এর গল্প।
যখন এই ওয়েবসিরিজে দেখা যায়
বিয়ে করার জন্য একটি মেয়ে অফিস
থেকে বের হলো আর হটাৎ করে সে অফিসের
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো।
কেনো সে এমন টা করলো এই বিষয়ে
বিভিন্ন অনুসন্ধান করে আমাদের আদনান মনে নিশো ভাই।
সব গল্প যদি আমি নিজেই বলে দেই , তাহলে তো দেখে
কোনো মজাই পাওয়া যাবে না।
যায় হোক আফরান নিশো এর অভিনয় বরাবর এর মত
ভালোই ছিল।
একশন থ্রিলার ধাঁচের এই ওয়েবসিরিজ টি চরকি তে
মুক্তি পেয়েছে।
অনেক খুজে ডাউনলোড লিংক পেয়েছি।
আপনাদের সুবিধার কথা ভেবে আমি সরাসরি ডাউনলোড
লিংক দিলাম
অন্যান্য অভিনেতা নেত্রী এর অভিনয় গুলো ভালো ছিল।
আশা করি দেখে হতাশ হবেন না ।
তো এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে দেখতে থাকুন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকেThe post আফরান নিশো এর সিন্ডিকেট এর ডাউনলোড লিঙ্ক নিয়ে নিন এক্ষুনি!! appeared first on Trickbd.com.