Array কী?

আজকে আমরা শিখবো Array কী

 

Array কী?

Array এর মানে হলো Collection of elements of the same type. অর্থাৎ একই টাইপ এর অনেক ডাটার কালেকশন।

Array কিভাবে কাজ করে?

Programming Language এ আমরা Variable এ যেকোনো Data Store করতে পারি।কিন্তু Array একটি Data Structure যা অনেকগুলো Data কে একসাথে Store করে এবং এগুলোকে index দ্বারা Access করা যায়।

নিচে একটি ছবির মাধ্যমে বুঝে নেয়া যাক Array কিভাবে কাজ করে:

একটি array যদি {1,3,5,2,4} হয় তাহলে [0] index use করে 1 এবং [2] index use করে 5 কে access করা যাবে।উপরের ছবিতে indexing কিভাবে করা হয় তা দেখতে পারবেন।

Array এর উপকারিতা কী?

মনে করুন একটি স্কুলের 1000 Students এখন প্রত্যেকের marks store করতে হলে আপনাকে 1000টি variable বানাতে হবে।কিন্তু Array ইউস করে একটি Array এর মধ্যে 1000টি Mark Store করতে পারবেন।এতে করে আর আপনাকে 1000line code লিখতে হবে না।এছাড়াও Array এর অনেক উপকারিতা রয়েছে।

 

আজ এ পর্যন্তই আসা করি Array সম্পর্কে জানতে পেরেছেন।Next Tutorial গুলোতে আমরা C++ ও Javascript এ কিভাবে Array Use করতে হয় তা জানবো।

 

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

The post Array কী? appeared first on Trickbd.com.

 Array কী?

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form