বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট, বিস্তারিত তথ্য এবং চেক করার নিয়ম

আমরা যারা বিকাশ একাউন্ট ব্যবহার কর তাদেরকে বিকাশ লিমিট সম্পর্কে জানতে হয়। কারণ বিকাশে লেনদেন অথবা অন্যান্য কাজ করার ক্ষেত্রে লিমিট দেয়া রয়েছে যা আমরা অতিক্রম করতে পারিনা। যদি আমরা বিকাশ লিমিট সম্পর্কে না জানি তাহলে অতিরিক্ত লেনদেন করার কারণে পরবর্তীতে সমস্যায় পড়তে পারি। এই কারণে বিকাশে সঠিকভাবে লেনদেন করার জন্য আমাদেরকে বিকাশ লিমিট সম্পর্কে জানতে হবে। 


অনেকে বিকাশ ব্যবহার করলেও বিকাশ লিমিট সম্পর্কে জানেনা। যদি আপনি বিকাশ লিমিট সম্পর্কে না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। এই পোস্টে আমি আপনাদেরকে বিকাশ লিমিট কি এবং বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট সম্পর্কে বিস্তারিত জানাবো। বিকাশ লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে পুরো পোস্ট করতে ভুলবেন না। 


bkash-limit
বিকাশ লিমিট

বিকাশ লিমিট কি? বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট

বিকাশ লিমিট হচ্ছে বিকাশ একাউন্টের লেনদেন, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট সহ অন্যান্য সকল কাজের একটি নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ যখন আমরা বিকাশ একাউন্ট থেকে সকল কাজ করি তখন একটি নির্দিষ্ট টাকার পরিমান দেয়া থাকে। আমরা চাইলেও একদিনে অথবা এক মাসের মধ্যে সেই টাকার পরিমাণ অতিক্রম করতে পারিনা। 


এই পরিমাণকে বলা হয় বিকাশ লিমিট। সাধারণত বিকাশ লিমিট এক দিনের এবং এক মাসের হয়ে থাকে। অর্থাৎ আপনি এক দিনে বিকাশে সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবেন না। ঠিক এভাবে এক মাসের বিকাশ লিমিট রয়েছে যা আপনারা এক মাসের মধ্যে অতিক্রম করতে পারবেন না। 


আরো পড়ুনঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম


বিকাশ লিমিট এর গুরুত্বঃ 

যদি আপনি একজন বিকাশ একাউন্ট ব্যবহারকারী হন তাহলে আপনাকে অবশ্যই বিকাশ লিমিট সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যদি বিকাশ লিমিট সম্পর্কে না জানেন তাহলে অতিরিক্ত লেনদেন করার কারণে দেখবেন সেই দিন অথবা সেই মাসে আর লেনদেন করতে পারছেন না। এতে আপনি সমস্যায় পড়বেন। 


যেমন মনে করুন বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে এজেন্টের মাধ্যমে এক দিনে সর্বোচ্চ 25000 টাকা ক্যাশ আউট করা যায়। এখন যদি আপনি এক দিনে বিকাশ এজেন্টের মাধ্যমে 25000 টাকা ক্যাশ আউট করেন তাহলে সেই দিন আর আপনার বিকাশ একাউন্টে ক্যাশ আউট করতে পারবেন না। এই কারণে আমাদেরকে বিকাশ লিমিট সম্পর্কে জানতে হবে। 


বিকাশ লিমিট কাদের জন্য? বিকাশ লিমিট কত প্রকার? 

বিকাশ লিমিট সকল বিকাশ গ্রাহকদের জন্য। বিকাশ লিমিট সাধারণত দুই প্রকার হয়ে থাকে। আমরা যারা বিকাশ  পার্সোনাল একাউন্ট ব্যবহার করি এবং বিকাশ এজেন্ট একাউন্ট দুইটা একাউন্ট এর লিমিট রয়েছে। তবে বিকাশ পার্সোনাল একাউন্ট এবং বিকাশ এজেন্ট একাউন্ট এর লিমিট আলাদা। 


বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিটঃ 

আমরা যারা বিকাশ সাধারণ বিকাশ একাউন্ট ব্যবহার করি সেটাই হচ্ছে বিকাশ পার্সোনাল একাউন্ট। বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট রয়েছে যা আমাদেরকে জানতে হবে। বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট সম্পর্কে জানতে নিচের পোস্ট পড়ুন - 


বিকাশ সেন্ড মানি এবং ট্রান্সফার মানি লিমিট -  

বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে সেন্ড মানি অথবা ট্রান্সফার মানি করার লিমিট রয়েছে। আপনি বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে এক দিনে অথবা এক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবেন। বিকাশ সেন্ড মানি এবং ট্রান্সফার মানি লিমিট হচ্ছে - 


  • দিনে আপনি সর্বোচ্চ 50 বার সেন্ড মানি অর্থাৎ টাকা পাঠাতে পারবেন।
  • একমাসে সর্বোচ্চ 100 বার সেন্ড মানি করতে পারবেন। 
  • একদিনে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 25 হাজার টাকা সেন্ড মানি করতে পারবেন। 
  • মাসে সর্বোচ্চ 2 লাখ টাকা সেন্ড মানি করতে পারবেন। 


এই হচ্ছে বিকাশ একাউন্টের সেন্ড মানি লিমিট। একটি বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চাইলে আমাদেরকে উপরের শর্তগুলো মানতে হবে। 


আরো পড়ুনঃ বিকাশে ১০০০ টাকা পাঠানোর চার্জ..


বিকাশ মোবাইল রিচার্জ লিমিটঃ 

বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার লিমিট রয়েছে। অর্থাৎ আপনি এক দিনে অথবা এক মাসে বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন তার নির্দিষ্ট পরিমাণ রয়েছে। বিকাশ মোবাইলে রিচার্জ লিমিট হচ্ছে - 


  • আপনি একদিনে সর্বোচ্চ 50 বার বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। 
  • একমাসে সর্বোচ্চ ১৫০০ বার বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। 
  • বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে প্রতিবার মোবাইল রিচার্জে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 1,000 টাকা রিচার্জ করতে পারবেন। 
  • একদিনে সর্বোচ্চ 10 হাজার টাকা এবং এক মাসে সর্বোচ্চ 100000 টাকা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। 


এই হচ্ছে বিকাশ মোবাইল রিচার্জ করার লিমিট। যদি আপনারা বিকাশ মোবাইল রিচার্জ করেন তাহলে আপনাদেরকে উপরে দেখানো লিমিট মানতে হবে। 


বিকাশ ক্যাশ আউট লিমিটঃ 

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করার লিমিট রয়েছে। অর্থাৎ আপনি এক দিনে অথবা এক মাসে বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা ক্যাশ আউট করতে পারবেন তার নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তবে বিকাশ একাউন্ট থেকে তিনটি উপায়ে ক্যাশ আউট করা যায়। 

যে তিনটি উপায়ে বিকাশ একাউন্টে ক্যাশ আউট করা যায় তা হচ্ছে - 


  • বিকাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট
  • পার্টনার ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট 
  • ব্রাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট 


এই তিনটি পদ্ধতিতে বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায়। যেহেতু বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করার পদ্ধতি ভিন্ন তাই ক্যাশ আউট লিমিট এক রকম নয়। বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করার তিনটি পদ্ধতিতে লিমিট জেনে নিন - 


বিকাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট লিমিট - 


  • বিকাশ এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ 5 বার ক্যাশ আউট করা যাবে। 
  • এক মাসে সর্বোচ্চ 20 বার বিকাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ এজেন্টের মাধ্যমে প্রতি ক্যাশ আউটে সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 25 হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ এজেন্টের মাধ্যমে একদিনে সর্বোচ্চ 25 হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ এজেন্টের মাধ্যমে এক মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে।


এই হচ্ছে বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট করার লিমিট। যদি আপনারা বিকাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে আপনাদেরকে উপরে দেখানো লিমিট মানতে হবে। 


আরো পড়ুনঃ বিকাশে ১০০০ টাকা ক্যাশ আউট খরচ


পার্টনার ব্যাংক এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট লিমিটঃ 


  • বিকাশ পার্টনার ব্যাংক এটিএম থেকে দিনে সর্বোচ্চ 5 বার ক্যাশ আউট করা যাবে। 
  • এক মাসে সর্বোচ্চ 20 বার পার্টনার ব্যাংক এটিএম এর মাধ্যমে মাধ্যমে ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ পার্টনার ব্যাংক এটিএম থেকে প্রতি ক্যাশ আউটে সর্বনিম্ন ৩,০০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ পার্টনার ব্যাংক এটিএম থেকে একদিনে সর্বোচ্চ 25 হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ পার্টনার ব্যাংক এটিএম থেকে এক মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে।


এই হচ্ছে বিকাশ পার্টনার ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করার লিমিট। যদি আপনারা বিকাশ পার্টনার ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে আপনাদেরকে উপরে দেখানো লিমিট মানতে হবে। 


ব্রাক ব্যাংক এটিএম থেকে বিকাশে ক্যাশ আউট লিমিটঃ 


  • বিকাশ ব্রাক ব্যাংক এটিএম থেকে দিনে সর্বোচ্চ 5 বার ক্যাশ আউট করা যাবে। 
  • এক মাসে সর্বোচ্চ 20 বার বিকাশ ব্রাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ ব্রাক ব্যাংক এটিএম এর মাধ্যমে প্রতি ক্যাশ আউটে সর্বনিম্ন ৩,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ ব্রাক ব্যাংক এটিএম থেকে একদিনে সর্বোচ্চ 25 হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ ব্রাক ব্যাংক এটিএম থেকে এক মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে।


এই হচ্ছে বিকাশ ব্রাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করার লিমিট। যদি আপনারা বিকাশ ব্রাক ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে আপনাদেরকে উপরে দেখানো লিমিট মানতে হবে। 


বিকাশ ক্যাশ ইন লিমিটঃ 

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ ইন করার লিমিট রয়েছে। অর্থাৎ আপনি এক দিনে অথবা এক মাসে বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা ক্যাশ ইন করতে পারবেন তার নির্দিষ্ট পরিমাণ রয়েছে। তবে বিকাশ একাউন্ট থেকে তিনটি উপায়ে ক্যাশ ইন করা যায়। 

যে তিনটি উপায়ে বিকাশ একাউন্টে ক্যাশ ইন করা যায় তা হচ্ছে - 

  • এজেন্ট থেকে ক্যাশ ইন 
  • ব্যাংক থেকে বিকাশ ডিপোজিট​ 
  • কার্ড টু বিকাশ 


এই তিনটি পদ্ধতিতে বিকাশ একাউন্টে ক্যাশ ইন করা যায়। তবে মজার ব্যাপার হচ্ছে তিনটি পদ্ধতিতেই বিকাশ ক্যাশ ইন লিমিট একই। অর্থাৎ তিনটি মাধ্যমের যে কোন মাধ্যমে আপনারা ক্যাশ ইন করলে লিমিট একই থাকবে।


তাহলে বিকাশ পার্সোনাল একাউন্ট ক্যাশ ইন লিমিট হচ্ছে - 


  • বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড থেকে দিনে সর্বোচ্চ 5 বার ক্যাশ ইন করা যায়। 
  • এক মাসে সর্বোচ্চ 25 বার বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড থেকে ক্যাশ ইন করা যায়। 
  • বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড এর মাধ্যমে প্রতি ক্যাশ ইনে সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 30000 টাকা ক্যাশ ইন করা যায়। 
  • বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড থেকে একদিনে সর্বোচ্চ 30 হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। 
  • বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড থেকে এক মাসে সর্বোচ্চ 200000 টাকা ক্যাশ আউট করা যায়।


এই হচ্ছে বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড থেকে ক্যাশ ইন করার লিমিট। যদি আপনারা বিকাশ এজেন্ট, ব্যাংক, কার্ড থেকে ক্যাশ আউট করেন তাহলে আপনাদেরকে উপরে দেখানো লিমিট মানতে হবে। 


আরো পড়ুনঃ বিকাশ ট্রানজেকশন আইডি কি, সুবিধা ও বের করার নিয়ম


বিকাশ পেমেন্ট লিমিটঃ 

বিকাশ একাউন্টের মাধ্যমে আমরা বিভিন্ন পণ্য দ্রব্যের পেমেন্ট করে থাকি। তবে বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করার সুবিধা হচ্ছে বিকাশ একাউন্টে পেমেন্ট লিমিট নেই। অর্থাৎ আপনি যত টাকা ইচ্ছা পেমেন্ট পরতে পারবেন। সর্বনিম্ন এক টাকা এবং সর্বোচ্চ যত টাকা আপনার ইচ্ছা অনুযায়ী বিকাশে পেমেন্ট করা যায়। 


বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স লিমিটঃ 


  • বিকাশ দিনে ইন্টারন্যাশনাল রেমিটেন্স ১০ বার করা যায়। 
  • বিকাশ মাসে ইন্টারন্যাশনাল রেমিটেন্স 50 বার করা যায়। 
  • বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স প্রতি লেনদেনে সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ (২.৫% সরকারি প্রণোদনাসহ) টাকা লেনদেন করা যায়। 
  • বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স দিনে সর্বোচ্চ ১,২৫,০০০ (২.৫% সরকারি প্রণোদনাসহ) হাজার টাকা লেনদেন করা যায়। 
  • বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স এক মাসে সর্বোচ্চ ৪,৫০,০০০ (২.৫% সরকারি প্রণোদনাসহ) টাকা লেনদেন করা যায়।


এই হচ্ছে বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স করার লিমিট। যদি আপনারা বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স করেন তাহলে আপনাদেরকে উপরে দেখানো লিমিট মানতে হবে। 


বিকাশ একাউন্টের লিমিট চেট করার নিয়মঃ 

আপনারা চাইলে খুব সহজেই আপনাদের বিকাশ একাউন্টে লিমিট চেক করতে পারবেন। বিকাশ একাউন্টের লিমিট চেক করার মাধ্যমে জানতে পারবেন যে আপনি লিমিট অতিক্রম করেছেন কিনা। তাহলে দেখে নিন কিভাবে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট লিমিট চেক করতে হয় -  


বিকাশ একাউন্ট এর লিমিট দেখার জন্য প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনের প্রবেশ করবেন। তারপর নিচের স্ক্রিনসট দেখানো বিকাশ মেনু আইকনে ক্লিক করবেন 


বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট


এবার আপনারা বিকাশ মেনু অপশন থেকে নিচের স্ক্রীনশটএর মত লিমিট নামে একটি অপশন দেখতে পাবেন। বিকাশ লিমিট দেখার জন্য আমাদেরকে এই লিমিট অপশনে প্রবেশ করতে হবে।  


বিকাশ লিমিট দেখার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রীনশটএর মত আপনাদের বিকাশ একাউন্ট লিমিট দেখতে পারবেন। এখানে দৈনিক এবং মাসিক সব লিমিট দেখাবে। 


বিকাশ লিমিট চেক করার নিয়ম


বিকাশ মাসিক লিমিট চেক করার জন্য মাসিক লিমিট অপশনে প্রবেশ করলেই আপনারা এক মাসে কি পরিমাণ লেনদেন করেছেন এবং আর কতো লেনদেন করতে পারবেন সব কিছুর হিসাব দেখতে পারবেন।  


বিকাশ লিমিট সম্পর্কে বিস্তারিত


এই ছিল বিকাশ পার্সোনাল একাউন্টের লিমিট চেক করার নিয়ম। আপনারা উপরে দেখানো নিয়ম অনুযায়ী বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট চেক করতে পারবেন। 


বিকাশ একাউন্টের লিমিট চেক করা নিয়ে এই ছিল আমার পোস্ট। আশা করছি বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট সম্পর্কে আমরা পুরোপুরি ধারণা পেয়েছেন। আমি এই পোস্টে আপনাদেরকে বিকাশ লিমিট সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এছাড়া আপনারা কিভাবে বিকাশ একাউন্ট লিমিট চেক করবেন তার উপায় দেখিয়েছি। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

বিকাশ একাউন্ট লিমিট নিয়ে এই টিউটরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশ লিমিট সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form