বিকাশ ক্যাশ আউট চার্জ কত? হাজারে কত টাকা কাটে?

 বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বিকাশকে চেনেন না এমন মানুষ বাংলাদেশে খুবই কম পাওয়া যাবে। বিকাশ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। 

অনেকেই আছেন যারা নতুন বিকাশে এসেছেন এবং জানেন না বিকাশ ক্যাশ আউট চার্জ কত? হাজারে কত টাকা কাটে সেটি। 

বিকাশ ক্যাশ আউট চার্জ কত? হাজারে কত টাকা কাটে

 আজ আমি আপনাদেরকে এ বিষয়ে কিছুটা ধারনা দিতে চেষ্টা করবো যে বিকাশে কত টাকা ক্যাশ আউট করতে কত টাকা কাটে হাজারে এবং কীভাবে অল্প টাকা চার্জ দিয়ে ক্যাশ আউট করবেন। 

 বিকাশের ক্যাশ আউট করার উপায় নিশ্চয় আপনারা জানেন বিকাশে আপনি মোবাইলে কোড ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারবেন। আপনি বিকাশে দুই রকমের ক্যাশ আউট চার্জ পাবেন যেমন আপনি যদি বিকাশ কোড ডায়াল করে ক্যাশ আউট করেন তাহলে আপনার ক্যাশ আউট চার্জ বেশি কাটবে কিন্তু যদি আপনি বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করেন তাহলে আপনার ক্যাশআউট চার্জ কম কাটবে।

 বিকাশের ক্যাশ আউট চার্জ কত সেটি জানাবো আপনাকে আজ তবে এটি জানার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কী অ্যাপ দিয়ে ক্যাশ আউট করেন নাকী কোড ডায়াল করে ক্যাশ ক্যাশ আউট করেন। 

বিকাশে ক্যাশ আউট চার্জ কত?

 আপনি যদি মোবাইলে কোড ডায়াল করে ক্যাশ আউট করেন তাহলে আপনাকে ক্যাশ আউটের হাজার প্রতি আপনার চার্জ হবে ১৮.৫০ টাকা। মানে আপনি যদি কোড ডায়াল করে ১ হাজার টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনাকে তাদেরকর বাড়তি ১৮ টাকা ৫০ পয়সা দিতে হবে। 

আপনি যদি কোড ডায়াল করে ৩ হাজার টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনাকে তাদেরকে চার্জ দিতে হবে ৩*১৮.৫ টাকা= ৫৫.৫০ টাকা। 

কম টাকায় বিকাশ ক্যাশ আউট করার উপায় কী? 

আবার আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করেন তাহলে আপনাকে চার্জ দিতে হবে হাজারে ১৪.৫০ পয়সা। 

মানে আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করেন তাহলে আপনাকে ১ হাজার টাকার জন্য ১৪ টাকা ৫০ পয়সা দিতে হবে। 

আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে ৩ হাজার টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনাকে চার্জ দিতে হবে ৩*১৪.৫ টাকা= ৪৩.৫০ টাকা। 

 তাহলে উপরে দুইটি পদ্ধতির মধ্যে দেখা গেলো বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে লাভজনক। আপনাকে আরো একটি ট্রিক বলে দিই আপনি যদি সবসময় একই দোকানে ক্যাশ আউট করেন তাহলে আপনি ঐ দোকানের বিকাশ নাম্বারটি আপনার বিকাশে প্রিয় নাম্বার হিসেবে সেট করতে পারেন এতে আপনার ক্যাশ আউট চার্জ কিছুটা কমবে। 

 উপরে আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছি বিকাশ ক্যাশ আউট চার্জ কত? হাজারে কত টাকা কাটে সেটি। আশা করি এই পোস্ট থেকে আপনি এই বিষয়ে কিছুটা ধারনা পেয়েছেন। এই পোস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form